October 24, 2024

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ‘অধীর কোনও ফ্যাক্টর নন।’

1 min read

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ‘অধীর কোনও ফ্যাক্টর নন।

পাখির চোখ লোকসভা নির্বাচন। মুর্শিদাবাদ কি কংগ্রেসের জন্য ছাড়তে চলেছে তৃণমূল? ইন্ডিয়া জোটের কথা মাথায় রেখে উঠছিল একগুচ্ছ প্রশ্ন। শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ নিয়ে বৈঠক ছিল. একসময় ‘হাত দুর্গ’ হিসেবে পরিচিত ছিল মুর্শিদাবাদ।

লোকসভা নির্বাচনের আগে অধীরের জেলায় ঘাসফুল ফোটানোর জন্য দলকে স্ট্র্যাটিজি বেঁধে দিতে শুক্রবারের দিনটিকেই বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের সমীকরণ বঙ্গে কোন পথে, এদিনের বৈঠকে তা অনেকটা স্পষ্ট হবে বলে মনে করছিল রাজ্য রাজনৈতিক মহল।ইন্ডিয়া জোটের পরেও অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সেভাবে সুর নরম করেননি। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে তৃণমূলের মুর্শিদাবাদ নিয়ে ভোট নীতি কী হবে? তা নিয়ে উঠছিল প্রশ্ন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর,শাওনি সিংহ রায় এবং আবু তাহের।সূত্রের খবর, শুক্রবার দলীয় বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ‘অধীর কোনও ফ্যাক্টর নন।’ একইসঙ্গে বহরমপুর কেন্দ্রে কোনও জমি কংগ্রেসকে না ছাড়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটের আগে কি তবে বঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে! রাজ্যে ইন্ডিয়া জোটের আসন ভাগের পন্থা ঠিক কী হতে চলেছে? সেই দিকে এখন সব নজর। এদিন প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় কালীঘাটে। উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, দলীয় শৃঙ্খলা নিয়ে এদিন বৈঠক থেকে বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *