তরঙ্গপুরে কালিয়াগঞ্জ আন্ত:শীত কালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
1 min readতরঙ্গপুরে কালিয়াগঞ্জ আন্ত:শীত কালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
বৃহস্পতিবার কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ আন্ত: শীতকালীন জোনাল বার্ষিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।এক সাক্ষাৎকারে জোনাল বিদ্যালয় ক্রীড়া কমিটির সদস্য মোঃ ইজাবুল হক বলেন অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহা,ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,
কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় এবং জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য।শিক্ষক নেতা মোঃ ইজাবুল হক বলেন কালিয়াগঞ্জ ব্লকের ২৫ টি উচ্চ বিদ্যালয় এবং ৪ টি জুনিয়র হাই স্কুল মোট ২৯ বিদ্যালয়ের ৪৫০ জন ছাত্র ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।তরঙ্গপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছিল ব্যাপক উন্মাদনা।