January 11, 2025

কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের উদ্যোগে সাতদিন ব্যাপী চিকিৎসা শিবির_

1 min read

কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের উদ্যোগে সাতদিন ব্যাপী চিকিৎসা শিবির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ জানুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মারোয়ারীপট্টিতে অবস্থিত হনুমান ভবনে কালিয়াগঞ্জমারোয়ারী যুব মঞ্চের উদ্যোগে ছয় দিন ব্যাপী ন্যাচারাল থেরাপী শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন কালিয়াগঞ্জ মারো য়ারী যুবমঞ্চের সম্পাদক সন্দীপ শর্মা।তিনি জানান এই চিকিৎসা শিবির করা হয়েছে ড:রাম মনোহর লোহিয়া আরোগ্য জীবন সংস্থা হনুমান গড়

 

 

,রাজস্থানের সহযোগিতায়।রাজ্স্থানের ড:রাম মনোহর লোহিয়া আরোগ্য জীবন সংস্থা হনুমানগড় থেকে দুই জন চিকিৎসক এসেছেন যাদের নাম ড: দেবেন্দ্র সিংহ এবং ড:মহেন্দ্র কুমার।কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের সভাপতি পঙ্কজ বররিয়া জানান জার্মান নি-ব্রেস পদ্বতিতে কোমর ব্যাথা,হাঁটু ব্যাথা,জয়েন্ট ব্যাথা,পা ফোলা,থাইরয়েড, সাইটিকা ,অনিদ্রা, কোষ্ঠ কাঠিন্য,অত্যধিক মোটা প্রভৃতির চিকিৎসা এই শিবিরে শুরু হয়েছে।কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের জোন প্রেসিডেন্ট সন্দীপ পেরীওয়াল বলেন তাদের এই চিকিৎসা শিবিরে শুরু হয়েছে ১৭ ই জানুয়ারি এবং শেষ হবে ২২শে জানুয়ারি।তিনি বলেন প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা বারোটা এবং বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই স্বাস্থ্য শিবির চলছে।প্রথম দিন থেকেই চিকিৎসা শিবীরে রোগীরা আসা শুরু করেছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *