ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
1 min readব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ জানুয়ারি: প্রচন্ড শীতকে উপেক্ষা করে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রতিবাদ মাঠে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে।এই খেলার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা। তিনি তার বক্তব্যে বলেন পড়াশোনার সাথে সাথে ছাত্র ছাত্রীদের খেলাধুলার সাথে যুক্ত থাকা উচিৎ।তিনি বলেন খেলাধুলা ছাত্র ছাত্রীদের শরীর গঠনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে।উপস্থিত ছিলেন এলাকার কমিশনার শম্পা কুন্ডু।
স্কুলের অধ্যক্ষা পুতুল দে বলেন সকালের প্রচন্ড কুয়াশাকে উপেক্ষা করে আমাদের বিদ্যালয়ের কচিকাঁচা ছেলে মেয়েরা যা উৎসাহ নিয়ে প্রত্যেকে খেলার মাঠে যে ভাবে অংশগ্রহণ করে তার তারিফ করতেই হবে।তিনি বলেন বিদ্যালয়ের আনুমানিক ২৫০ জনের মত ছেলে মেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের নিজ নিজ শ্রেষ্ট খেলা তারা আমাদের উপহার দেবার জন্য আমি তাদের কুর্নিশ জানাই।তাদের ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা,উচ্চ লম্ফন
,দীর্ঘ লম্ফন সহ ক্রীড়া প্রতিযোগিতার ডালি নিয়ে আমাদের বিদ্যালয় হাজির হয়েছিল। প্রতিযোগিতার আসরে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সবাই তৎপর ছিল।ক্রীড়া প্রতিযোগিতাকে আকৃষ্ট করতে ক্রীড়ার মাঠকে সুন্দর করে সাজিয়ে তুলে কালার ফুল করা হয়েছিল।ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা।খেলা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট জনেরা।