রাজ্যে স্বয়ম্ভম্বর গোষ্ঠীর মহিলা গ্রুপ গড়ার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা প্রথম জানালেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা
1 min readরাজ্যে স্বয়ম্ভম্বর গোষ্ঠীর মহিলা গ্রুপ গড়ার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা প্রথম জানালেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১ জানুয়ারি:রাজ্যে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলা গ্রুপ গড়া হুর ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা র মহিলারা দৃষ্টান্ত স্থাপন করেছে।উত্তর দিনাজপুর জেলার পিছিয়ে পরা মহিলারা উত্তর দিনাজপুর জেলায় স্বয়ম্ভর গোষ্ঠীর দল গড়ার ক্ষেত্রে রাজ্যে প্রথম স্থান দখল করেছে বলে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর দিনাজপুর জেলা সবলা মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।
তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।তিনি বলেন ৩৫ হাজার স্বয়ম্ভর গোষ্ঠীর দল গড়ে উত্তর দিনাজপুর প্রথম স্থান রাজ্যে পায় বলে তিনি জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বয়ম্ভর গোষ্ঠী দপ্তরের পি ডি প্রেমা চুকি সেরেন,মহকুমা শাসক কিংশুক মাইতি,ইসলামপুর পৌর সভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,কালিয়া গঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায়,রায়গঞ্জ পৌর সভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন উত্তর দিনাজপুর সবলা মেলায় মোট ৪৬ টি স্টল বসেছে।উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লক থেকে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা তাদের বিভিন্ন ধরনের উৎপাদিত দ্রব্য নিয়ে এই মেলায় হাজির হয়েছে বলে জানান।তিনি বলেন আগামী ১৭ ই জানুয়ারি এই সবলা মেলা শেষ হবে।এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।