উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
1 min readউৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১জানুয়ারি:সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জের ঐতিহ্যবাহী পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হল।পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।
।সভাপতির পদ অলঙ্কৃত করেন বিদ্যালয়ের জমি দাতা পরিবারের সদস্য দীনেশ চন্দ্র সরকার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ অনেকেই।প্রধান শিক্ষক নন্দন সাহা বলেন মোট ৪০ রকমের ক্রীড়া প্রতিযোগিতা ছিল।এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১৪৫ জন ছাত্র অংশগ্রহন করে বলে জানান।বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কে ঘিরে বিদ্যালয়ের ছাত্র দের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ দেখা যায় তেমনি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ও ছিল প্রচন্ড উৎসাহ।ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগন।