October 24, 2024

দিশারী ক্লাব এবং লাইব্রেরীর সুবর্ণজয়ন্তী বর্ষে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প ও বালুরঘাট বনদপ্তরের সহযোগিতায় বনমহোৎসব

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস(বালুরঘাট):-দিশারী ক্লাব এবং লাইব্রেরীর সুবর্ণজয়ন্তী বর্ষে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প ও বালুরঘাট বনদপ্তরের সহযোগিতায় 14থেকে 20শে জুলাই বনমহোৎসব উপলক্ষে মেহগনি ও বকুল গাছের চারা রোপন করা হয় l এর সাথে সাথে পড়ুয়াদের  মধ্যে 250টি পেঁপে,মেহগনি,বকুল,আকাশমনি গাছের চারা বিলি করা হয় l বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর অনিয়মিত পরিবর্তন রুখতে গাছের কোনো বিকল্প নেই l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তাই উক্ত কর্মসূচিতে পরিবেশপ্রেমী সংস্থার সম্পাদক তুহিন শুভ্র মন্ডল বলেন -“গাছ শুধু রোপন করলেই চলবে না ,তাকে বাঁচাতে হবে l জীব বৈচিত্র রক্ষা করতেও গাছের ভূমিকা অনস্বীকার্য l তাই যেকোনো মূল্যে গাছ লাগাতে হবে l “


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বনমহোৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন বনবিভাগের রেঞ্জার আব্দুর রেজ্জাক ,সংস্থার সহ-সম্পাদক সোমনাথ সাহা ,শঙ্কর কুমার রায়,শিলাজিৎ চৌধুরী,জয়ন্ত সরকার প্রমুখ l নিজের নামে গাছের নামকরণ করে ,নিজের জন্মদিনে গাছের জন্মদিন পালন করলে গাছের সাথে বন্ধুত্ব বাড়বে একথাও বক্তব্যে উঠে আসে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *