January 11, 2025

কালিয়াগঞ্জ তপশীলি জাতি ঐক্য মঞ্চ জাল সার্টিফিকেটধারী নেতাদের খুঁজে বের করতে ব্যাপক আন্দোলনের পথে 

1 min read

কালিয়াগঞ্জ তপশীলি জাতি ঐক্য মঞ্চ জাল সার্টিফিকেটধারী নেতাদের খুঁজে বের করতে ব্যাপক আন্দোলনের পথে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৪ ডিসেম্বর:রবিবার কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে কালিয়াগঞ্জ তপশীলি জাতি ঐক্যমঞ্চ সংগঠন তাদের এক সভায় সিদ্ধান্ত নেয় যারা জাল সার্টিফিকেট সংগ্রহ করে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন পদে সরকারি কিছু আধিকারিকদের সহায়তায় বিভিন্ন পদে কাজ করে চলছে যা কোন ভাবেই মেনে নেওয়া যায়না।কালিয়াগঞ্জ তপশিলি জাতি ঐক্য মঞ্চের কর্নধার সুবোধ রায় বলেন সরকার থেকে দুই ধরনের তফসিলি সার্টিফিকেট দেওয়া হয়।একটি সার্টিফিকেটে অশোক স্তম্ভ থাকে অন্যটি অশোক স্তম্ভ ছাড়া।সুবোধ রায় বলেন ১৯৯৪ সালের তফসিলি অ্যাক্ট অনুসারে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটে অশোক স্তম্ভ থাকে।

 

অপর যারা ১৯৫০ সালের ১০ ই আগস্ট এর পর যারা ভারতে এসেছে তাদের সার্টিফিকেট দিয়ে কোন সংরক্ষনের সুযোগ সুবিধা পাওয়া যাবেনা। অথচ দেখা যাচ্ছে প্রকৃত তফসিলি সমাজের জন্য সরকার যে সংরক্ষনের ব্যাবস্থা করেছে তার সুযোগ সুবিধাগুলো অবৈধ উপায়ে যারা তফসিলি সার্টিফিকেট বের করছে তারাই ভোগ করছে।আমরা চাই এই ধরনের অবৈধ উপায়ে বিভিন্ন পদ দখল করে বসে আছে তাদের আমরা খুজে বের করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বলে সুবোধ রায় জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনিন্দ্র নাথ রায় তৃণমূল দলে থেকেও সেই দলে কিভাবে অবৈধ উপায়ে তফসিলি সার্টিফিকেট জোগাড় করে বিভিন্ন সরকারি পদে বসছে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।তৃণমূল নেতা তথা কালিয়া গঞ্জের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন আমাদের আন্দোলন ভেজাল লোকের প্রতি সার্টিফিকেটের প্রতি নয়।তিনি বলেন আমরা তফসিলি জাতি হয়ে কোনদিন সাধারনের জন্য সংরক্ষিত আসনে ভেজাল সার্টিফিকেট দিয়ে সংরক্ষণের কোন সুযোগ সুবিধা নিইনা,তাহলে আমাদের প্রতি কেন এই অবিচার।তাই আমাদের এর বিরুদ্ধে গর্জে উঠতেই হবে।কেননা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা তাহলে কোন দিন কি রাজনীতি কি চাকরীর ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা কিছুই।পাবেনা।আমার তাই এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে যাবার প্রস্তুতি শুরু করে দিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *