খো খোতে রাজ্যে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন উত্তর দিনাজপুর,পুরুষদের হুগলি
1 min readখো খোতে রাজ্যে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন উত্তর দিনাজপুর,পুরুষদের হুগলি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ ডিসেম্বর:স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ এর ব্যাবস্থাপনায় রাজ্য অনুর্ধ ১৪ ছাত্র ছাত্রীদের খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে।জানা যায় রাজ্য অনুর্ধ ১৪ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খো খো প্রতিযোগিতায় মহিলা বিভাগে উত্তর দিনাজপুর জেলা এবং পুরুষ বিভাগে হুগলি বিভাগ চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে।মহিলা বিভাগে রানার্স হয় পুরুলিয়া এবং পুরুষ বিভাগে রানার্স হয় মুর্শিদাবাদ জেলা।
৬৭ তম রাজ্য খো খো প্রতিযোগিতায় মোট ১৮ টি জেলা অংশ গ্রহণ করে।৬৭তম রাজ্য খো খো প্রতিযোগিতা শুরু হয়প্তিজ্জ০ ডিসেম্বর এবং এর সমাপ্তি ঘাটে ২৩ ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে।জানা যায় রাজ্য খো খো প্রতিযোগিতায় বেস্ট চেজার উত্তর দিনাজপুর জেলার ধনকোল লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের ছাত্রী শীলা বর্মন এবং সেরা অল রাউন্ডার চন্দনা রায় ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।