October 26, 2024

ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ

1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:১৬ই জুলাই, ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, তারপর মুক্তিপনের দাবি । এমনই অভিযোগের ভিত্তিতে রবিবার রাত্রে এক যুবতী সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পূর্বস্থলী  থানার পুলিশ ।  ধৃত জিয়ার শেখ, ঈদমহাম্মদ  শেখ, লুৎফা বিবি , আসাদ মল্লিক এবং ফিরাজ মল্লিকের বাড়ি মাজিদা গ্রামে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ এ/৫০৬/৩৪ ধারায়  মামলা রুজু করে  কালনা মহকুমা আদালতে হাজির করে পুলিশ ।   কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের  বিচারক  ধৃতদের জামিন নাকচ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দ্দেশ দেন ।   মুর্শিদাবাদের  ভরতপুরের জনৈকা  নুরজাহান  বিবি রবিবার পূর্বস্থলী থানায়  ধৃত লুৎফা বিবি সহ বেশ কয়েক জনের নামে অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি জানান  ফোনের মাধ্যমে তার দাদা আজাদ শেখের সাথে লুৎফা বিবির  প্রথমে আলাপ পরে প্রেম হয় । গত শনিবার কাটোয়া  থেকে দাদা ফোন করে জানায় সে লুৎফার সাথে দেখা করেই বাড়ি ফিরবে। অনেক রাত পর্যন্ত দাদা বাড়ি না ফেরায় তাকে ফোন করা হয় ।  কিন্তু  ফোনের সুইচ অফ দেখায় । রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ এক ব্যক্তি নিজেকে  বেঁকা শেখ পরিচয় দিয়ে  আমাদের বাড়িতে ফোন করে। সে জানায় আজাদ শেখএখন আমাদের কব্জায় , পাঁচ লক্ষ টাকা  ফলেয়া  ষ্টেশনে এসে আমাদের হাতে তুলে দিতে হবে। তা নাহলে আজাদকে হত্যা করা হবে।  পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মাজিদায় হানা দিয়ে অপহৃত আজাদ শেখকে  উদ্ধার ও অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *