কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নূতন ভবন নির্মাণের কাজ নিম্ন মানের, অভিযোগ বিধায়কের কাছে
1 min readকালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নূতন ভবন নির্মাণের কাজ নিম্ন মানের, অভিযোগ বিধায়কের কাছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ অক্টোবর:দীর্ঘদিন প্রতীক্ষার পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার নূতন ভবন নির্মাণের কাজ নিম্ন মানের হচ্ছে বলে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের কাছে অভিযোগ জানালেন স্থানীয় মানুষজন।রবিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নূতন ভবনের কাজ কেমন চলছে পরিদর্শন করতে যান কালিয়া গঞ্জের বিধায়ক সৌমেন রায়,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(,বাপ্পা),তৃণমূলের কালিয়াগঞ্জ শহর সভাপতি রাজীব সাহা সহ অনেকেই। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে এলাকার জনগণ জানান রাজ্য সরকারের পূর্ত দপ্তর এই গৃহ নির্মাণে অত্যন্ত নিম্ন মানের কাজ করছে।ইট এবং বালি অত্যন্ত নিম্ন মানের দিয়ে কাজ হচ্ছে।চোপড়া ময়ূরাক্ষীর বালি দিয়ে কাজ না করে রাধিকাপুরের টাঙ্গন নদীর বালি দিয়ে কাজ করছে।অন্যদিকে ইটের ব্যাপারেও এক নম্বর ইট না দিয়ে নিম্ন মানের ইট দিয়ে কাজ হচ্ছে।যা ভবিষ্যতে অসুবিধা হবার সম্ভাবনা প্রবল।
এ ব্যাপারে আপনি কি বলবেন তার উত্তরে বিধায়ক সৌমেন রায় বলেন দেখুন আমি বালি বা ইটের ব্যাবসায়ী নই।তবে আপনারা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কাজ নিম্ন মানের হচ্ছে বলে যে অভিযোগ করছেন সে ব্যাপারে নিশ্চিত করে বলতে পারি কেও যদি নিম্ন মানের কাজ কদলিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে করে থাকে তাহলে তাকে কোন ভাবেই রেয়াত করা হবেনা।আমি ব্যাপারটি আপনাদের কাছে জানতে পারলাম।আমি খোঁজ খবর নিয়ে দেখে তার ব্যাবস্থা নেব।হাসপাতাল।
পরিদর্শনের সময় ডেপুটি সুপার সঞ্চারি ভট্টাচার্য উপস্থিত ছিলেন।বিধায়ক হাসপাতাল ভবনের নির্মাণ কাজ দেখার পর হাসপাতালে র ভেতরে গিয়ে সমস্ত খোঁজ খবর নেন বলে জানা যায়।