October 24, 2024

কালিয়াগঞ্জ শহরের নশিরহাট হরিহরপুর সার্বজনীন ও রশিদপুর সর্বজনীন দুর্গাপূজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী_

1 min read

কালিয়াগঞ্জ শহরের নশিরহাট হরিহরপুর সার্বজনীন ও রশিদপুর সর্বজনীন দুর্গাপূজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ অক্টোবর: মহালয়ার পূর্বেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার কলকাকাতা থেকে বিকেলে এক ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ শহরের দুটি দুর্গাপূজা। যার মধ্যে একটি নসিরহাট হরিহরপুর সার্বজনীন ও এবং অপরটি রশিদপুর সার্বজনীন দুর্গাপূজা।

 

দুই পূজা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক, রাজীব সাহা,সচিন সিংহ রায়,স্বপন সরকার,আই সি সুবল ঘোষ,বিডিও প্রশান্ত রায়,জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি,লতা দেব শর্মা সহ অনেকেই।রশিদপুর সার্বজনীন দুর্গাপূজায় এবারের থিম”মা কার”? জানালেন রশিদপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি অমিত সাহা।তিনি জানান তাদের পূজা এবারে ৫৪তম বর্ষে পদার্পন করলো।অপর দিকে নশিরহাট হরিহরপুর দুর্গা পূজা কমিটির এবারের থিম “জীবন যুদ্ধে দৌড়” ।তাদের পূজাও ৫৪ বছরে পা রাখলো বলে জানালেন পূজা কমিটির সম্পাদক সুকুমার সরকার।তিনি জানান যেকোন ভালো জায়গায় পৌঁছাতে গেলে কত বাঁধা অতিক্রম করে পৌঁছাতে হয় আমাদের এবারের পূজায় সেটাই জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *