October 24, 2024

কলকাতার রাজপথে গর্জে উঠল প্রতিবাদীদের মিছিল

1 min read

কলকাতার রাজপথে গর্জে উঠল প্রতিবাদীদের মিছিল

কামদুনিকাণ্ডে আদালতের রায়ের প্রেক্ষিতে জোড়া মিছিল অনুষ্ঠিত হল। একদিকে কলকাতার ভিক্টোরিয়ার হাউজ থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল জানান, তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন। রাজ্য সরকার বাধ্য করেছে। হাইকোর্টে অনেক আশা নিয়ে আসতেন।

সেই আশা শেষ হয়ে গেল! আন্দোলনের অপর মুখ মৌসুমী কয়াল বলেন, ‘বিচার পেলাম কোথায়? বিচার পাইনি বলেই তো রাস্তায় নামতে হয়েছে।’এদিকে এদিনই কামদুনিতে আয়োজিত হয়েছে আরও একটি মিছিলসেই মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কামদুনির মিছিলে বিশেষ ভূমিকা দেখা যায় বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। শুভেন্দুর বক্তব্য, ‘ধর্ষকদের বাড়িতে পুলিশ, আর যাঁরা নিরাপত্তা চেয়েছে তাঁরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা যা চাইবে সবরকম সাহায্য করব।’ তাঁর আরও বক্তব্য, ‘আমরা এই ঘটনায় বিচারব্যবস্থাকে কোনওরকম দায়ী করতে চাই না। সর্বোচ্চ বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু সিআইডি যেভাবে এই কেসটাকে দুর্বল করেছে, গত ১০ বছরে ১৫ বার পিপি (সরকারি আইনজজীবী) পরিবর্তন করে কেসটাকে খতম করেছে, এই ধর্ষকদের রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়। এই কামদুনির ঘটনাকে ছোট ঘটনা বলেছিলেন মুখ্যমন্ত্রী, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি।’ সম্প্রতি, কামদুনি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। বাকিদের মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। সেই রায় ঘোষণার পরই প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *