বাঘন বটতলির উন্নত কৃষক জিতেন বর্মন অ্যাডভান্স আপেল কুল চাষ করে বিশাল সাফল্যের মুখ দেখছে_
1 min readবাঘন বটতলির উন্নত কৃষক জিতেন বর্মন অ্যাডভান্স আপেল কুল চাষ করে বিশাল সাফল্যের মুখ দেখছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৮ আগস্ট:আসলে পরিশ্রমের বিকল্প নাই এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন বটতলি গ্রামের উন্নত কৃষক জিতেন বর্মন। নিজের উৎসাহে কাশ্মীরি আপেল কুলের গাছ থেকে গাপটিং করে নিজেই অ্যাডভান্স আপেল কুল নাম দিয়ে বিগত দুই বছর ধরে চাষ করে ভালো লাভের মুখ দেখতে শুরু করেছেন। শুক্রবার বাঘন বটতলি গ্রামে উন্নত চাষী জিতেন বর্মণের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি আপন মনে অ্যাডভান্স আপেল কুলের চাষ নিয়েই ব্যাস্ত।কাশ্মীরি আপেল কুল থেকে অ্যাডভান্স আপেল কুলের চাষ কি ভাবে করছেন এক প্রশ্নের উত্তরে বলেন আমার দীর্ঘদিনের সখ ছিল কাশ্মীরি আপেল কুলের চাষ তার জমিতে তিনি করবেন।
তিনি অনেক কষ্ট করে নদীয়া থেকে এই কাশ্মীরি আপেল কুলের চারা সংগ্রহ করে প্রথম বছর মাত্র ৫টি গাছ লাগায়।জিতেন বর্মন বলেন নয় মাসের মধ্যে গাছ বর হয়ে যায়।ভালো কূলও গাছে ধরে।তিনি পরের বছর মোট ১১১ টা গাছ লাগান।এই ভাবে ছয় বছর ধরে এই কাশ্মীরি আপেল কুলের চাষ করছেন বলে জিতেন বর্মন জানান।তিনি বলেন পরিশ্রমের কোন বিকল্প নাই।নিজের ছেলেকে প্রথম প্রথম লিখাপড়া শিখাতে খুব পরিশ্রম করতে হয়।এর পর ছেলে একটু বড় হলে যেমন তাকে আর পড়াশোনার কথা বলতে হয়না তেমনি গাছ একটু বড় হলে আর খুব একটা পরিশ্রম করতে হয় না। জিতেন বর্মন বলেন কাশ্মীরি আপেল কুলের ফলন প্রচুর পরিমাণে হয়।তিনি বলেন কাশ্মীরি আপেল কুলগাছ গুলি খুব একটা উচ্চতা হয় না।গাছগুলি সব একই রকম উচ্চতার হয়।তিনি বলেন এক একটি কুল গাছে কুড়ি কেজির নিচে কুল ধরেনা।কি ধরনের দাম পাওয়া যায় এই কুলের তার উত্তরে কুল চাষী জিতেন বর্মন বলেন যেহেতু এই কুলের নাম অ্যাডভান্স কাশ্মীরি আপেল কুল তাই সরস্বতী পূজার বেশ কিছুদিন আগেই কুল গুলি বড় আকারের হয়ে যায়।প্রতি কেজি কুলের দাম ৭০ থেকে ৮০ টাকা হিসাবে পেয়ে থাকি।তিনি বলেন পরিশ্রম অনুযায়ী এই কুল চাষে অনেক লাভ হয় বলে জানান জিতেন বর্মন।তিনি বলেন এই চাষে তেমন কিছু খরচ নাই। তার দেখাদেখি কালিয়াগঞ্জ ব্লকের বেশ কিছু গ্রামে কিছু কিছু চাষী এই কুল চাষ শুরু করে দিয়েছে বলে তিনি জানান। তার জমিতে কাশ্মীরি আপেল অ্যাডভান্স কুলের।গাছ দেখতে অনেক চাষী আসছে।কি ভাবে কি করতে হয় তাকেই বুঝিয়ে দিতে হচ্ছে।কুল চাষী জিতেন বর্মন বলেন কালিয়াগঞ্জ ব্লকে এই কুলের চাষ বেশি বেশি করে হোক এবং কৃষকরা লাভের মুখ দেখুক এটাই তার আশা।