October 24, 2024

অনিশ্চয়তায় কৌশলের মধ্যে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন ক্ষুব্ধ বিজেপি_

1 min read

অনিশ্চয়তায় কৌশলের মধ্যে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন ক্ষুব্ধ বিজেপি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ আগস্ট: কেন কৌশল করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৮,নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত করে রাখা হল?এর আসল কারন খুঁজতে যতটা চিন্তিত নয় শাসক তৃণমূল দল তার চেয়ে অনেক বেশি বেশি করে তার কারন খুঁজতে চলেছে বিজেপি দল।রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর একটি নির্দেশে জানিয়েছিল ১৬ই আগস্ট এর মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন প্রক্রিয়া শেষ করতে হবে।সেই নির্দেশ অনুসারে গত বুধবার নূতন বোর্ড গঠনের সময় সীমা পেরিয়ে গেছে।জানা যায় সরকারি নির্দেশের সময় সীমার মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ৭টি গ্রাম পাঁচটিতেই নূতন বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়ে গেছে।

 

বিজেপির বক্তব্য শাসক তৃণমূল দল মুস্তাফা নগরে নূতন বোর্ড গঠন করবার জন্য নানা ভাবে চেষ্টা করেও যখন কোন ভাবেই বোর্ড গঠন করতে পারেনি তখন প্রশাসনের সহগোগিতায় সুকৌশলে গণ্ডগোলের ভয় দেখিয়ে নূতন বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয়। যা চরম অন্যায় ও অগণতান্ত্রিক বলে মনে করেন বিজেপি নেতা গৌরাঙ্গ বিশ্বাস।কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন সূত্রের খবর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের রিপোর্ট রাজ্য পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয়েছে। রাজ্য থেকে।পুনরায় নির্দেশ আসার পরেই নাকি স্থগিত থাকা মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন হবে।জানা যায় ৩০আসনের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি ৮,নির্দল ৪,কংগ্রেস ৩,সিপিআইএম ২এবং তৃণমূল ১৩,টি আসন দখল করে।বিজেপির বক্তব্য তৃণমূল নিশ্চিত ভাবেই জানত মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই যাচ্ছে তাই যেকোন ভাবে কৌশল অবলম্বন করে গ্রাম পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন স্থগিত করে রাখা হল। এটা কোন ভাবেই মানা যায়না বলে বিজেপি নেতা গৌতম বিশ্বাস জানান।এই মুহূর্তে কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৪ টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে,বিজেপির দখলে ৩ টি গ্রাম পঞ্চায়েত এবং ১টি গ্রাম পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন অত্যন্ত সুকৌশলে প্রশাসনের সহযোগিতায় স্থগিত করে রাখা হয়েছে বলে জানা যায়। যদিও কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য বলেন এসব বিজেপির মনগড়া কথা।এসব কথাকে তৃণমূল আমল দেয়না।

1 thought on “অনিশ্চয়তায় কৌশলের মধ্যে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের নূতন বোর্ড গঠন ক্ষুব্ধ বিজেপি_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *