বিদ্যালয় চলাকালীন কামাত লাহুতারা প্রাথমিক বিদ্যালয়ে ছাদের চাঙর ভেঙে পাঁচ পড়ুয়া গুরুতর আহত, ছাত্রদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে এলাকায় চাঞ্চল্য
1 min readবিদ্যালয় চলাকালীন কামাত লাহুতারা প্রাথমিক বিদ্যালয়ে ছাদের চাঙর ভেঙে পাঁচ পড়ুয়া গুরুতর আহত, ছাত্রদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে এলাকায় চাঞ্চল্য
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮আগস্ট: স্কুল চলাকালীন বড়সড় দুর্ঘটনার স্বীকার পড়ুয়ারা।স্কুল চলাকালীন
ছাদের চাঙর ভেঙে গুরুতর আহত পড়ুয়ারা। ঘটনা উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত কামাত লাহুতাড়া প্রাথমিক বিদ্যালয়ের ।শুক্রবার দুপুর ২ টোর সময় উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত কামাত লাহুতাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন ছাদের চাঙ্গর ভেঙ্গে আহত হয় পাঁচজন পড়ুয়া। তড়িঘড়ি আহত পাঁচজন পড়ুয়া কে উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে
চিকিৎসার জন্য নিয়ে আসে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাঁচজন পড়ুয়ার মাথায় ও শরীরের গুরুতর আঘাত লাগে।করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পড়ুয়াদের তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে, ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং সহ করণদিঘী থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা।স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিলো কামাত লাহুতাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ভবনটি।আজ ভেঙ্গে পড়ে ছাদের চাঙ্গর আহত ৫ জন পড়ুয়া।এই ঘটনায় এলাকার মানুষ জন প্রচন্ড ক্ষুব্ধ ব্লক প্রশাসন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের উপর।