October 24, 2024

এ রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে অধীরবাবু ও মহম্মদ সেলিম জোট গঠন করলে বিজেপি স্বাগত জানাবে ……দেবশ্রী

1 min read

এ রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে অধীরবাবু ও মহম্মদ সেলিম জোট গঠন করলে বিজেপি স্বাগত জানাবে ……দেবশ্রী চৌধুরী

তন্ময় চক্রবর্তী ১৯ আগস্ট:বিজেপি কে রুখতে এদেশে একটি জোট গঠন হচ্ছে ঠিকই।কিন্তু কেমন সেই জোট আমরা তার চেহারা এখুনি দেখতে পাচ্ছি।রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এ রাজ্যের জোটের সমীকরন কি হবে মানুষ আগে থেকেই হাসতে শুরু করেছে।তিনি বলেন বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে কংগ্রেসের অধীর চৌধুরী এবং সিপিআইএম এর মহম্মদ সেলিম এর জোটকে স্বাগত জানায়। শুধু পশ্চিমবঙ্গেই নয় সব রাজ্যেই জোটের অবস্থা শোচনীয়। ভারত বর্ষের মানুষ চায় শক্তিশালী এন ডি এর মত জোট।যার দায়িত্বে দেশের মানুষ রাখবেন নরেন্দ্র মোদীর মত বিশ্ব বরেণ্য একজন মানুষ।শনিবার রায়গঞ্জ বিজেপির প্রধান কার্যালয়ে একটি সাংবাদিক সন্মেলনে এই কথাগুলি বলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী।তিনি বলেন বিগত নয় বছরের মোদীর শাসন কালে দেশ কোথায় গিয়েছে তা জোটের নেতারা খুব ভালো করেই জানেন।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এর খতিয়ান নিয়ে এবার বাড়ি বাড়ি যাবে বিজেপির কার্যকর্তারা খুব শীঘ্রই এই কর্মসূচি চালু হয়ে যাবে প্রতিটি জেলাতে জেলাতে।

 

 

তিনি বলেন গত ২০১৪ সালে যেখানে সারা বিশ্বে অর্থনীতিতে ভারত ছিল একাদশতম স্থানে সেখানে আজ ২০২৩ সালে এই নয় বছরের মধ্যে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।ভারত আর সামান্য কয়েক বছরের মধ্যে উন্নয়নশীল দেশ বলবেনা ভারতকে তখন ভারতকে বলবে উন্নত ভারত। তিনি বলেন ভারত সরকার বহু উন্নয়নমূলক কাজ করেছে যা সাধারণ মানুষকে বলার জন্য বাড়ি বাড়ি যাবে বিজেপির কার্যকর্তারা।।এদিন দেবশ্রী চৌধুরী ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন এই জোট আদৌ ২০২৪ এর ইলেকশন এর আগে অব্দি থাকবে কিনা সন্দেহ রয়েছে। কারণ একটাই বাংলার মানুষের কাছে এই সমস্ত নেতাদের মুখোশ তখনই খুলে যাবে।দেবশ্রী দেবী দিল্লীতে ৭৫হাজার গাছের একটি বন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশের প্রতিটি ব্লক থেকে দিল্লীতে কলশ ভর্তি মাটি যাবে সেই বৃক্ষ রোপনের কাজে।গত ৯ ই আগস্ট থেকে ২৯ আগস্ট বৃক্ষ রোপনের কর্মসূচি চলছে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে চলছে এই বৃক্ষ রোপনের কাজ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেবশ্রী চৌধুরী বলেন পঞ্চায়েত নির্বাচনের তিনটি স্তরেই যে ভাবে এই রাজ্যের পুলিশ বাহিনী দিনকে রাত করে গণতন্ত্রকে কবর দিয়েছে তার জন্য সেই সব দলদাস পুলিশদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেবার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সম্পর্কে এই কথা বলেন।সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির বিশিষ্ট
নেতৃত্বগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *