বিচিত্রা নাট্য সংস্থার পরিচালনায় ও উদ্যোগে কালিয়াগঞ্জ শিশু নাট্য একাডেমির উদ্বোধন
1 min readবিচিত্রা নাট্য সংস্থার পরিচালনায় ও উদ্যোগে কালিয়াগঞ্জ শিশু নাট্য একাডেমির উদ্বোধন
শুভ আচার্য্য,কালিয়াগঞ্জ১৫ আগস্ট:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নাটকের শহরে বিচিত্রা নাট্য সংস্থার পরিচালনায় ও উদ্যোগে শিশুদের নাটকমুখী করে তুলবার প্রচেষ্টায় এবং কালিয়াগঞ্জ শহরে নাটকের ভীত আরো মজবুত করতে কালিয়াগঞ্জ শিশু নাট্য একাডেমির উদ্বোধন হয় বিচিত্রা নাট্য সংস্থার সুপ্রভা নাট্য ভবনে। শিশু নাট্য একাডেমির উদ্বোধন করেন বিশিষ্ট বর্ষীয়ান সাংবাদিক তথা আকাশবাণীর অনুমোদিত গীতিকার তপন চক্রবর্তী।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট নাট্য কর্মী এবং কালিয়াগঞ্জ
বিচিত্রা নাট্য সংস্থার সহসভাপতি তপন মজুমদার।উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের কচিকাঁচা রা দেশাত্ববোধক নৃত্য,আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ষষ্ঠীচরণ ঘোষ,নেপাল চন্দ্র সাহা, শঙ্কর পাল, শ্রীমতী পম্পা মোদক,শ্রীমতী বাসবী চৌধুরী,,বরুণ শিকদার,চঞ্চল সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগন।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক তথা নাট্যকর্মী অরিন্দম ঘোষ বলেন ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে আমাদের কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার পরিচালনায় ও উদ্যোগে শিশুদের নাট্যমুখী করে তুলবার জন্য আমাদের সংস্থার অনেক দিনের স্বপ্ন কালিয়াগঞ্জ শিশু নাট্য একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে আজ সেই আশা বাস্তবে রূপ পেল।
আগামী দিনে কালিয়াগঞ্জ শহরে নাটকের চর্চা আরো বৃদ্ধি যাতে পায়,নাটকে কালিয়াগঞ্জ আরো প্রতিষ্ঠা পাক আমরা সেদিকে লক্ষ রেখেই এগিয়ে যাচ্ছি।অনুষ্ঠানে বেশ কয়েকজন অভিভাবক বর্তমান সময়ে পড়াশোনার সাথে সাথে কচিকাঁচাদের এখন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যোগ দেবার জন্য এই ধরনের একাডেমির গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানের সভাপতি তপন মজুমদার বলেন কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থা শুধু পশ্চিমবঙ্গেই তার বিচরন সীমাবদ্ধ রাখেনি।
বিচিত্রা নাট্য সংস্থা ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশ গিয়ে তাদের নাটক পরিবেশন করে সুনাম অর্জন করেছে।বিচিত্রা নাট্য সংস্থা আজ যে শিশু নাট্য একাডেমির সূচনা করলো ভবিষ্যতে একদিন মহীরুহে পরিণত হবে তার বিশ্বাস।অনুষ্ঠানের মধ্যে কচিকাঁচাদের অজানাকে জানতে সাহায্য করতে কুইজের ব্যাবস্থা করেন এবং সঠিক উত্তর দাতাদের ক্ষুদ্র পুরস্কারের ব্যাবস্থাও রাখেন বিচিত্রার সম্পাদক অরিন্দম ঘোষ।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় দক্ষতার ছাপ রাখেন সংস্থার নাট্য কর্মী তথা সঙ্গীত শিল্পী ব্রততী দাস এবং নাট্য কর্মী সুমন্ত অধিকারী।