স্বাধীনতার ৭৬তম বর্ষ উদযাপন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে
1 min readস্বাধীনতার ৭৬তম বর্ষ উদযাপন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে
দেশের স্বাধীনতার ৭৬তম বর্ষ উদযাপনের উদ্দেশে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন কালিয়াগঞ্জ জোনের উদ্যোগে আজ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সাথে হেমতাবাদ গ্রামীণ হাসপাতাল, কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বাঙালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুই শতাধিক চিকিৎসারত রোগীদের তরল ও.আর.এস. এবং রকমারি ফল বিতরণ করা হয়। সংগঠনের জোন সম্পাদক শ্রী নরেশ চন্দ্র সাহা বলেন “আমরা বরাবরই যথাসাধ্য বিভিন্ন ধরণের জনকল্যাণমুখী কর্মকাণ্ড করে থাকি।
আমাদের সংগঠনের মূলমন্ত্র ‘সার্ভিস টু হিউম্যানিটি’ আজকের এই কাজটিও তারই একটি অংশ”। কালিয়াগঞ্জ জোনের সভাপতি শ্রী নিখিল রঞ্জন রায়-সহ উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পাল, অমল পাল রণজিৎ ভৌমিক আকাশ সাহা ও অন্যান্যরা।