কাবারিয়া সংঘের পরিচালনায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে বাউল উৎসব
1 min readকাবারিয়া সংঘের পরিচালনায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে বাউল উৎসব
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৬ আগস্ট: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে কাবারিয়া সংঘের ব্যাবস্থাপনায় একটি বাউল উৎসবের আয়োজন করা হয়।বাউল সঙ্গীত পরিবেশন করতে আসেন ময়নাগুড়ি থেকে বাউল শিল্পী শিখা মজুমদার।তার বাউল সংগীত সবাইকে মুগ্ধ করে।
বাউল সঙ্গীত পরিবেশন করেন কালিয়াগঞ্জ বাঘন বটতলির বিশিষ্ট বাউল শিল্পী তাপস সাহা। ময়নাগুরির শিক্ষা মজুমদার এবং কালিয়া গঞ্জের তাপস সাহার বাউল তরজা দীর্ঘ সম়য় অনুষ্ঠানকে জমিয়ে রাখে।পরবর্তীতে কালিয়াগঞ্জ প্রতিষ্ঠিত বাউল শিল্পী মন্টু পোদ্দার অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।মন্টু পোদ্দার ছাড়াও বেশ কয়েকজন বাউল শিল্পী অনুষ্ঠানে বাউল সংগীত
পরিবেশন করে বলে জানা যায়।বাউল সঙ্গীত শুনতে প্রচুর মানুষের সমাগম হয় গভীর রাত পর্যন্ত।
To get a bonus of 150$, make any exchange in the Zeus Exchange using Promo code “CODE-2023-GO08”