October 25, 2024

চাইল্ড প্রটেকশান কমিটির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো কুমারগঞ্জে

1 min read
কমল কুমার বিশ্বাস( বালুরঘাট)28শে জুলাই:-চাইল্ড প্রটেকশান কমিটির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো কুমারগঞ্জে l 
 কন্যাশ্রীর হাত ধরে বাল্য বিবাহ রোধ কর্মশালা অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্লকের মিটিং  হলে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
 উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দিপাপ প্রিয়া পি,দক্ষিণ দিনাজপুরের সরকারি কৌশলী সুভাষ চাকি ,অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন),মহকুমা শাসক ঈশা মুখার্জি,কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় ,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী,BMOH পুষ্পেন্দু ভট্টাচার্য্য ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেমসুন্দর মন্ডল ,ব্লকের স্বাস্থকর্মী ,শিক্ষক,সেলফ হেল্প গ্রূপ ,জনপ্রতিনিধি ও অন্যান্যরা l মূলত বাল্য বিবাহ রোধের ওপর জোর দেয়া হয় এই কর্মশালায়  l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এ উপলক্ষে কুমারগঞ্জ এর চাঁদগঞ্জ উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী ছাত্রীরা একটি নাটক উপস্থাপিত করে l  জেলা শাসক দিপাপ প্রিয়া পি জানান ,”নাবালিকা কন্যাদের 18 বছর এর পূর্বে বিয়ে রুখলেই চলবে না ,প্রয়োজন আরো এক ধাপ এগিয়ে ,প্রয়োজন প্রিভেন্টিভ মেসার,সচেতনতা ও প্রচার এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে এমন পরিস্থিতি তৈরীই না হয় l”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *