December 21, 2024
1 min read

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে

 

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে অনেকটাই এগিয়ে। তারপরেও পঞ্চায়েত নির্বাচনের আগে বুথস্তরে শক্তি আরও বৃদ্ধি করা এবং আপদে বিপদে পাশে দাঁড়িয়ে বাসিন্দাদের কাছের মানুষ হতে চাইছে নেতৃত্ব। বিশেষ করে বুথস্তরে এমন কৌশল নিয়েছে দলের ইসলামপুর ব্লক নেতৃত্ব। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল একের পর এক দলীয় সভা সম্মেলনে শক্তিশালী বুথ কমিটি তৈরির বার্তা দিচ্ছেন। তাঁর মতে, শক্তিশালী বুথ কমিটিই নির্বাচনে দলের পক্ষে বিপুল সমর্থন এনে দিতে পারে।

 

পাঁচ মাস আগে রাজ্য থেকে জাকির হুসেনকেই পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে দল। জাকির সাহেব ইতিমধ্যেই বুথ কমিটি তৈরি করেছেন। অঞ্চল সভাপতিদের নামও ঘোষণা হয়েছে। বর্তমানে অঞ্চল ভিত্তিক সম্মেলন শুরু হয়েছে।তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, জনসংখ্যার নিরিখে প্রতিটি বুথ কমিটির সদস্য সংখ্যা ভিন্ন। এক এক বুথে ৩১ থেকে ৪১ জন পর্যন্ত সদস্য করা হয়েছে। বুথ কমিটির সভাপতি থেকে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে পাড়ায় কারও কোনও সমস্যা হলে এগিয়ে গিয়ে সহযোগিতা করতে। সমস্যা বড় হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে মানুষের বহু সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন বুথের কর্মীরা। পাটাগোড়া এলাকায় রাস্তায় বড় গর্ত হয়েছিল। কিন্তু মেরামত হচ্ছিল না। এতে স্থানীয়দের বাইক সহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। বুথ কমিটি আমাকে সমস্যার কথা জানায়। আমি ১৫০০ টাকা খরচ করে মাটি ভর্তি করে দিয়েছি। বুথের কর্মীরা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। এমন নানা সমস্যায় মানুষের পাশে থাকছেন কর্মীরা।একটি বুথে ৭০০ থেকে ১০০০’র উপরে ভোটার থাকেন। ২০০ কিংবা তার বেশি পরিবার থাকে। এই পরিস্থিতিতে বুথ কমিটিতে যদি ৪১ জন সদস্য থাকে তাহলে এক একজন সদস্য পিছু ৫-৭টি পরিবার পড়বে। এর মধ্যে বুথের সদস্যদের আত্মীয় পরিজনদেরই একাধিক পরিবারের বাস। কার্যত গোটা একটা বুথকে ঘুরিয়ে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে ভোট ভাগাভাগি বা অন্য দলে যাওয়ার খুব বেশি সুযোগ থাকছে না।

1 thought on “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *