উত্তর দিনাজপুর জেলার বেনারস বাবুর দৌলতে গোটা একটি গ্রাম এর নাম হয়েছে কার্পেট নগরী।
1 min readউত্তর দিনাজপুর জেলার বেনারস বাবুর দৌলতে গোটা একটি গ্রাম এর নাম হয়েছে কার্পেট নগরী।
বেনারসের বেনারসি সকলেরই জানা । কিন্তু পশ্চিমবাংলার বেনারস বাবুর নাম কি শুনেছেন কেউ। মনে হয় না । .তিনি হলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর প্রত্যন্ত একটি গ্রাম মালগাও এর বাসিন্দা আবু তাহের। যার হাত দিয়ে গোটা একটি গ্রাম এর নাম হয়েছে কার্পেট নগরী। আর হবে নাই বা কেন। যে ব্যাক্তি একদিন ঘুরতে গিয়েছিলেন উত্তরপ্রদেশে । সেখানে গিয়ে তার চোখের সামনে দেখেছিলেন সেখানে প্রচুর মানুষ সেই রংবেরঙের কার্পেট বুনছে। আর এই কার্পেট বুনেই তারা নিজেরা স্বনির্ভর হচ্ছে। আর এই দেখেই চক্ষুচড়ক গাছ হয়ে গেছে তার।
তখন মনে মনে তিনি চিন্তা করতে লাগলেন তিনি যদি এই কাজটা শিখিয়ে যেতে পারেন আর তিনি তার গ্রামে গিয়ে এই কার্পেটের কাজটা তৈরি করতে পারেন তাহলে প্রচুর মানুষ এটা থেকে স্বনির্ভর হতে পারবে। আর তখনই তিনি তার অদম্য জেদ কে পাথেয় করে উত্তরপ্রদেশের ভদুই থেকে শিখে এসে নিজেই একটি কারখানা খুলে দিয়ে কার্পেটের কাজটা শুরু করে দেন। যে গ্রামের মানুষদের একটা সময় কাজ না থাকার জন্য চলে যেতে হতো ভারতের বিভিন্ন প্রান্তে কাজের সন্ধানে আজ সেই গ্রামের মানুষ কাজ পাচ্ছেন বেনারস বাবুর দৌলতে। তৈরি হচ্ছে রংবেরঙের বাহারিয়া ঘর সাজানোর জন্য এক সে বর কর এক কার্পেট।যার সৌন্দর্য আর বলার অপেক্ষা রাখে না। যে মালগাও গ্রামের মানুষরা কাজ পেত না আর সেই গ্রামের শিল্পীদের হাতের কার্পেট আজ শুধু জেলায় নয় রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন কোনায় কোনায় যাচ্ছে।
শুধু তাই নয় এই কার্পেট এখন পাড়ি দিচ্ছে সুদূর মার্কিন মুলুক থেকে আরব দুনিয়াতেও। তাই বর্তমানে এই গ্রামের কার্পেট শিল্পকে আরো আধুনিক করে তুলতে বর্তমানে এই আবু তাহের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহযোগিতায় গ্রামে তৈরি করছে কার্পেট শিল্পকে নিয়ে একটি ক্লাস্টার প্রকল্প যেখানে প্রচুর গ্রামের মহিলারা কাজ শিখে তৈরি করছে নতুন কার্পেট।আবু তাহের জানান তার এই উদ্যোগের জন্য কেন্দ্রীয় সরকার এই গ্রামের প্রচুর অর্থ খরচ করে একটি ক্লাস্টার প্রকল্প গড়ে তুলেছে । আগামী দিনে আরও বড় ক্লাস্টার প্রকল্প গড়ে উঠতে যাচ্ছে। তিনি বলেন এখন গ্রামের অনেক মহিলার এখন গ্রামে কাজ পাচ্ছে । পাশাপাশি গ্রামের ছেলেরা ও এখানে কাজ করছে। তিনি বলেন তিনি খুবই গর্বিত যে আজ গ্রামের মানুষ গ্রামে বসেই কাজ করছে দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছেন । আর গ্রামবাসীরা স্বনির্ভর হয়ে উঠেছে।
সব মিলিয়ে মালগাও শুধু আজ নিছক একটি গ্রাম নয় রাজ্যের কাছে গ্রাম হয়েও কার্পেট নগরীতে পরিণত হয়েছে।