নেতাজির স্মৃতি বিজড়িত গ্রাম বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম
1 min readনেতাজির স্মৃতি বিজড়িত গ্রাম বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম
নেতাজির স্মৃতি বিজড়িত গ্রাম বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম। সোমবার শ্রদ্ধার সঙ্গে দেশ স্বাধীনতা আন্দোলনের মুক্তিসূর্য নেতাজির ১২৭তম জন্মদিন পালিত হয়।মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রামের জমিদার বাড়ির ‘ন’ তরফের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসু স্মৃতি আজও অমলিন।১৯২৯ সালে মে মাসে পাঁচথুপিতে নেতাজী সুভাষচন্দ্র বোস আসেন এবং সেখানে এসে সুনীলমোহন ঘোষমল্লিককে সঙ্গে নিয়ে পাঁচথুপিতে একটি সভা করেন এবং ঘোষবাড়িতে আতিথ্যগ্রহণ করে যাত্রিযাপন করেন। পাঁচথুপি ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশই বেড়ে সখ্যতা গড়ে ওঠে।
নেতাজী সুভাষচন্দ্র বসুর একাধিক চিঠি সহ বিভিন্ন স্মৃতি আজও সংরক্ষিত রয়েছে পাঁচথুপি ঘোষ মল্লিক পরিবার ও পাঁচথুপি গ্রাম জুড়ে। নেতাজি সুভাষ এর লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন পাঁচথুপিকে “ঠিক গ্রাম বলা চলে না। শহরের ছাপ রয়েছে।মুর্শিদাবাদে এসে নেতাজি রাজনৈতিক একাধিক ক্রিয়া কর্ম এই পাঁচথুপি গ্রামে করতেন। একাধিকবার তিনি পাঁচথুপিতে এসেছিলেন।পাঁচথুপি আছোয়াপাড়া মোড়ে সুনীল মোহন ঘোষ মল্লিক তৈরি করেছিলেন নেতাজির আবক্ষ মূর্তি। প্রতি বছরের ওই মূর্তিতে পাঁচথুপির সমস্ত স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে বাসিন্দা ও সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা নেতাজির মূর্তিতে মাল্যদান করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ এই দিনটিকে উদযাপন করেন।