মুর্শিদাবাদের চাষিদের সংসার চালানোর অন্যতম চাষ আলু চাষ
1 min readমুর্শিদাবাদের চাষিদের সংসার চালানোর অন্যতম চাষ আলু চাষ
মুর্শিদাবাদের চাষিদের সংসার চালানোর অন্যতম চাষ আলু চাষ। তবে যখন বাজারে এসেছে নতুন আগাম আলু তখন পুরোনো আলু বাজারে বিক্রি তো দূরের কথা , হিমঘর থেকে আলু বাড়িতেও নিয়ে আসছে না চাষীরা, আজ যার ফলে কার্যত মাটিতে পড়ে পোচে কার্যত সার তৈরি হচ্ছে হিমঘর চত্বরে আর যার ফলে কার্যত বড়ো লোকসানের মুখে ব্যবসায়ী থেকে কৃষকেরা।
এই ছবি মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের একটি বেসরকারি হিমঘরের , হিমঘর কর্মীদের কথায়, সরকার ৩১শে ডিসেম্বর অব্দি দিন ধার্য করেছিলেন হিমঘর থেকে আলু ছাড়িয়ে নেওয়া কিন্তু হিমঘরে আলু রাখা বাবদ যে ভাড়ার টাকা বর্তমানে তার থেকেও বহু কম আলুর দাম, তাদের বক্তব্য শুধু এখানেই নয় আশেপাশের অন্যান্য হিমঘর গুলিতেও একই অবস্থাই মাটিতেই পড়ে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার বস্তা আলু।কৃষকরা বহু আশা করে এই আলু গত বছর জমিতে বসিয়েছিলেন সামান্য লাভের আশায় তবে পাকা আলু হিমঘরে রাখার পর বর্তমানে হিম ঘরেই পৌঁছে সার হচ্ছে চাষীদের সোনার ফসল আলু আর যে কারণে কাযত সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে হিমঘর মালিকেরা।