December 22, 2024

ফের ধাক্কা খেলো রাজ্য শাসক শিবির

1 min read

ফের ধাক্কা খেলো রাজ্য শাসক শিবির

 

ফের ধাক্কা খেলো রাজ্য শাসক শিবির । রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে নিযুক্ত হওয়া তৃণমূলের চেয়ারম্যানকে সরিয়ে কলকাতা উচ্চ আদালত ঝালদা পৌরসভায় পৌরপ্রধান হিসেবে নিযুক্ত করলেন কংগ্রেস কাউন্সিলার পূর্ণিমা কান্দুকে। তিনি ঝালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এবং সদ্য গঠন হওয়া ঝালদা পৌরসভার উপ পৌর প্রধানের দায়িত্বে ছিলেন।উল্লেখ্য, কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভার পৌরপ্রধান নির্বাচনে জয়লাভ করে কুর্সিতে বসেছিল নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়।

ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজ করে দেয় ঝালদা মহকুমা শাসক। অন্যদিকে রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ঝালদা পৌরসভার পৌর প্রধানের দায়িত্ব দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে। এই ঘটনার প্রতিবাদে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্দল কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যায় এবং কংগ্রেস নেতৃত্ব। আজকে এই মামলার শুনানি হয় । কলকাতা উচ্চ আদালত ঝালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে ঝালদা পৌরসভার পৌর প্রধান হিসেবে নিযুক্ত করেন। এই ঘটনায় ফের একবার মুখ থুবড়ে পড়ল ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *