October 24, 2024

ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন কালিয়াগঞ্জ পোস্ট অফিসে

1 min read

ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন কালিয়াগঞ্জ পোস্ট অফিসে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২০ জানুয়ারি:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সাবপোস্ট অফিসে ছয় দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের সাব পোস্ট মাস্টার বিপ্লব সান্যালের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কালিয়াগঞ্জ ক্রেতাসুরক্ষা ও সেবা সমিতির সভাপতি কানাই শেঠ,সম্পাদক সন্দীপ ধর,সহ সভাপতি ডা:চিন্ময় দেবগুপ্ত,নরেন্দ্র নাথ দাস,উৎপল সেন এবং অনিল কুমার দেবশর্মা।ডেপুটেশনের মূল দাবিগুলো ছিল

পোস্ট অফিসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রাহক পরিষেবা দিতে হবে।পোস্ট অফিসে সেভিংস আমানতের পাস বই খুলতে গিয়ে গ্রাহক দের হয় রানী কোন ভাবেই মেনে নেওয়া হবেনা। গ্রাহক দের সাথে দপ্তরের কর্মচারীদের ভালো ব্যাবহারের পরিবেশ তৈরি করতে হবে।এমন কিছু কর্মচারী আছেন যাদের নিজেকে শুধরে নিতে বলা হয়েছে এবং

পোস্টাল লিংক যাতে সব সময়ের জন্য সাধারন মানুষ পায় সে ব্যাপারে পোস্টাল কর্তপক্ষ কে সদা সর্বদা নজরদারি রাখার ব্যাবস্থা নিতে হবে। কালিয়াগঞ্জ সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার বিপ্লব সান্যাল বলেন তিনি ডেপুটেশনটি গ্রহন করেছেন এবং কালিয়াগঞ্জ শহরের মানুষ যাতে সবরকম পরিষেবা পেতে পারে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণাভ সেন এবং শুভজিত সহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *