October 26, 2024

মনে পরে কালিয়াগঞ্জ, রাস্তায় ড্রেনে তোমাকে…… ট্যাপ হীন জল হীন ট্যাপ প্লাটফর্মে।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময় চক্রবত্তী ঃ-  একটু তো বিশুদ্ধ
জলের জন্যই দীর্ঘ লাইন দিয়ে ট্যাপের তলে আসা। কারন বিশুদ্ধ জলের জন্য। সেইদিন টি
কালিয়াগঞ্জ বাসীদের কাছে কি আনন্দটাই না ছিল একটু বিশুদ্ধ পানীয় জলের জন্য যখন
কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন রাস্তার পাশে ট্যাপ লাইনের পাইপ বসে ট্যাপের প্লাটফর্ম
তৈরী হয়ে ট্যাপ গুলি মাথা উঁচু করে নগরবাসীদের একটু বিশুদ্ধ জল দিতে শুরু করেছিল।
কি আনন্দটাই না ছিল বাড়িতে বাড়িতে টিউবওয়েল থাকা সত্ত্বেও ঐ ট্যাপ তলে এসে
স্নান পর্ব সেরে নেওয়া।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 কি আনন্দটাই না ছিল বাড়ির মহিলাদের ট্যাপ তলে এসে বাড়ির
কাপড় চোপড় ধুয়ে নেওয়া। এই কথাগুলো আক্ষেপের সুরে বললেন বিভিন্ন ওয়ার্ডের পৌর
বাসিন্দারা এবং বিশেষ করে ডাকবাংলো রোড সংলগ্ন বস্তি নাগরিক মহিলারা। বর্তমানে
কালিয়াগঞ্জ পৌর অঞ্চলের উন্নয়নের মাঝে কেমন করে হারিয়ে গেল মাথা উঁচু করে
দাঁড়িয়ে থাকা ট্যাপ কলগুলি। সকাল
, দুপুর, বিকাল বেলায়
একটা নির্দিষ্ট সময় নিয়ে ঐ ট্যাপ কলগুলো থেকে জল বেরিয়ে আসা আজ আর নেই। অনেকের
মুখে উচ্চারিত হতো টাইম কল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



 আজকের দিনে টাইম আছে , প্লাটফর্ম আছে কিন্তু ট্যাপ নেই, জল নেই। শুধু পরে আছে প্লাটফর্মের ভগ্নাবশেষ।
আর ঐ ট্যাপ হীন
, জল হীন
প্লাটফর্মের নীচেই যে ড্রেনেজ ব্যবস্থা সেটাও প্লাস্টিক
, নোংড়া আবর্জনায়, জঙ্গলে ঢেকে ছেয়ে আছে। পরিষ্কারের অভাবে জল
জমে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি মশা জন্মানোর এক আঁতুরঘর তৈরী হয়ে মশাবাহিত রোগ
চারিদিকে ছড়িয়ে পরছে। বর্তমানে কালিয়াগঞ্জ পৌর অঞ্চলের সার্বিক উন্নয়নের কাজ
শুরু হওয়ার আগে থেকেই হারিয়ে গিয়েছে সেই স্মৃতি আর বর্তমানে এই বর্ষার শুরুতেই
রাস্তায় চলার পথে কাঁদায় পথ চলা। এইভাবেই কাঁদায় পথ চলা নোংড়া আবর্জনায়
জঙ্গলে ঢাকা ড্রেনের উপরে ট্যাপ হীন
, জল বিহীন  ট্যাপ প্লাটফর্মে দাঁড়িয়ে
করুন দৃষ্টিতে গুনগুন করে গান গাইছিলেন ডাকবাংলো রোডে এক  পথ চলতি পৌর নাগরিক ” মনে পরে রুবি
রায়  কবিতায় তোমাকে
…………….তোমাকে কোথায় যেন দেখেছি “।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “মনে পরে কালিয়াগঞ্জ, রাস্তায় ড্রেনে তোমাকে…… ট্যাপ হীন জল হীন ট্যাপ প্লাটফর্মে।

  1. pretreated patients showed less improvement during tadalafil OaD treatment compared with treatment-naГЇve patients, in the domains of EF, orgasmic function, intercourse satisfaction, and overall satisfaction priligy near me oval, yellow, imprinted with C 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *