December 4, 2024

গলফ খেলতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড !

1 min read
নিউজ ডেক্স (বর্তমানের কথা)  ঃ ভারত-ইংল্যান্ড দু’দলের ক্রিকেটাররাই এখন নেট প্র্যাকটিসের পাশাপাশি অবসর সময়টাও চুটিয়ে উপভোগ করছেন ৷ ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন  গলফকেই বেছে নিয়েছিলেন অবসর সময় কাটানোর জন্য ৷ অার তাতেই ঘটল বিপদ ৷এই দুর্ঘটনায় আরও বড়সড় কোনও কাণ্ড ঘটতে পারত ৷


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 শেষপর্যন্ত সেটা যে ঘটেনি এটাই ব্যাপার  ৷ বলে শট নেওয়ার পর সেটা একটা গাছে লেগে  সোজা এসে লাগে অ্যান্ডারসনের মুখে ৷ ঘটনার ভিডিও মোবাইলে তোলা হয়েছিল, সেটা ট্যুইটারে পোস্টও করা হয় ৷তবে অ্যান্ডারসনের চোট মারাত্মক কিছু নয় বলেই জানিয়েছেন তাঁর সতীর্থরা ৷ স্টুয়ার্ট ব্রড ট্যুইটারে রীতিমতো মজার ইমোজি দিয়েই লেখেন ‘‘ জিমি পুরোপুরি ঠিক আছে।’’ অনেকে আবার লিখেছেন, ‘‘দুর্দান্ত। এর পরে তুমি নিশ্চয়ই আয়নার দিকে দৌড়েছিলে!’’ অ্যান্ডারসন জবাবও দিয়েছেন মজা করে, ‘‘দেখছিলাম দাঁতগুলো সব ঠিক আছে কি না। সব কিন্তু ঠিকই আছে।’’


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *