December 5, 2024

বালুরঘাটে তৃণমূলের জনসভায় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,7ই আগস্ট:-আজ বালুরঘাটে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হলো l প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় l এছাড়াও ছিলেন তৃণমূল নেতা সুব্রত বকশী,ফিরাদ  হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্যের মতো পোড়খাওয়া রাজনীতিবিদরা l আজ দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সব নেতৃত্বকেই মঞ্চে দেখা যায় l বালুরঘাট লোকসভার সাংসদ অর্পিতা ঘোষ , জেলা সভাপতি বিপ্লব মিত্র ,প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী,জেলার একমাত্র মন্ত্রী বাচ্চু হাঁসদা,কুমারগঞ্জ এর বিধায়ক তোরাফ হোসেন মন্ডল,জেলার যুব প্রেসিডেন্ট তরুণ তুর্কি উত্তম ঘোষ প্রমুখ l 
         সারা দেশ জুড়ে যানবাহন ধর্মঘট থাকলেও সমস্ত অসুবিধাকে দূর করে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো l জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য এখন ধান রোপনের মরশুম,কৃষকরা ধান রোপন ও পাট কাটার কাজে ব্যস্ত ,নইলে জমায়েত আরো বৃহদ হতো l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

       
 সকাল থেকেই পুলিশি ব্যস্ততা তুঙ্গে দেখা যায় জেলার সর্বত্র l বালুরঘাট শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হয় l মূলত অভিষেক বন্দোপাধ্যায়ের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হওয়াকেই এই অতি সক্রিয়তার মূল কারণ হিসাবে ভাবছেন ওয়াকিবহাল মহল l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সভা শুরু থেকেই বক্তারা তীব্র আক্রমণ জানান বিজেপির বিরুদ্ধে l মূলত NRC ইস্যুতে বিজেপি কে কাঠগড়ায় দাড় করান বক্তারা l অভিষেক বাবু তৃণমূল দল ক্ষমতায় আসার পর থেকে যে সব উন্নয়ন মূলক কাজ দক্ষিণ দিনাজপুর জেলা সহ পুরো রাজ্যে হয়েছে তার খতিয়ান তুলে ধরেন l এবং বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন দলটা যেহেতু তৃণমূল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি তাই বিরোধীরা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন এই রাজ্যে l নেত্রী একবার নির্দেশ দিলেই এই রাজ্যে বিজেপির পতাকাও খুঁজে পাওয়া যাবেনা l  আজকের এই সমাবেশ মূলত আগামী লোক সভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি বলেই ভাবছেন রাজনীতি বিশ্লেষকরা l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *