December 25, 2024

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০ বেডের নুতন বিল্ডিং নির্মাণের জন্য ৬০ কোটি,২১লক্ষ১২হাজার টাকার টেন্ডার প্রক্রিয়া চালু করা হল

1 min read

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০ বেডের নুতন বিল্ডিং নির্মাণের জন্য ৬০ কোটি,২১লক্ষ১২হাজার টাকার টেন্ডার প্রক্রিয়া চালু করা হল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ সেপ্টেম্বর:রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০ বেডের নুতন গৃহ নির্মাণের জন্য ৬০ কোটি,২১ লক্ষ,১২হাজার টাকার টেন্ডার করা হল বলে সোমবার কালিয়াগঞ্জ কলেজের এক অনুষ্ঠানে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ঘোষণা করলেন।বিধায়ক সৌমেন রায় বলেন তিনি কালিয়াগঞ্জ বিধান সভার বিধায়ক হিসাবে নির্বাচিত হবার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে মাননীয়া মুখ্যমন্ত্রীর কালিয়া গঞ্জের প্রশাসনিক বৈঠকে তিনি মুখ্য মন্ত্রীর কাছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড বৃদ্ধি করবার জন্য একটি প্রস্তাব দেন বলে বিধায়ক সৌমেন রায় জানান। সেই প্রস্তাব মাননীয়া মুখ্যমন্ত্রী অনুমোদন।করেছেন।

বিধায়ক সৌমেন রায় বলেন তিনি শুনেছিলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড বৃদ্ধি পেয়েছে।কিন্তু আজ তার হাতে সরকারের ২৫০বেডের হাসপাতালের গৃহ নির্মাণের টেন্ডারের সরকারি কাগজ হাতে এসেছে।তিনি বলেন পূজার আগেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের গৃহ নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে। কারন রাজ্যের বিরোধী দলের নেতৃত্বরা দীর্ঘ দিন ধরে বলে আসছেন বিধায়ক সৌমেন রায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যে সব কথা বলে আসছিল সবই ছিল ভাঁওতা মাত্র। বিধায়ক সৌমেন রায় বলেন দিন কয়েকের মধ্যে সাংবাদিক সম্মেলন করেই জানিয়ে দেবেন বলে সৌমেন রায় জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *