|যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা
1 min readযথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা
প্রবাল সাহা ঃ– যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা||দেশজুড়ে ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা দার্শনিক, শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। এ বছর পৌরসভার থেকে প্রতিটি বিদ্যালয় কে পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ওয়ার্ড কো-অর্ডিনেটররা নিজ নিজ ওয়ার্ডের সমস্ত স্কুলগুলিতে শিক্ষক দিবসে উপলক্ষে উপস্থিত থেকে শিক্ষকদের সম্মাননা প্রদান করবেন। এদিন সকালে রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটর গণ, বিদ্দজন ও সমাজে অগ্রণী ভূমিকায় থাকা মানুষেরা সকাল ন’টায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
তারপর পৌরসভার প্রত্যেক ওয়ার্ড কো অর্ডিনেটর নিজ নিজ ওয়ার্ডের স্কুলগুলিতে গিয়ে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন। এই বিশেষ দিনে ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত রায়গঞ্জ বীরনগর জিএসএফপি স্কুলে দাঁড়িয়ে ওয়ার্ড কো অর্ডিনেটর তথা রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস জানান শিক্ষক দিবসের এই উদ্যোগ তার কাছে নতুন কিছু নয়। প্রতিবছরই এই বিশেষ দিনটিতে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান করে থাকেন।
সমাজে শিক্ষকদের অগ্রণী ভূমিকা কে সম্মান জানানোর জন্য এ বছর পৌরসভার থেকে প্রতিটি ওয়ার্ড কো অর্ডিনেটর কে বলা হয়েছে প্রতিটি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করতে।
The very next time I read a blog, I hope that it does not disappoint me as much as this particular one. After all, I know it was my choice to read, nonetheless I truly believed you would have something interesting to talk about. All I hear is a bunch of whining about something you could fix if you were not too busy looking for attention.