October 26, 2024

যা করণীয় চুল পাকা বন্ধ করতে

1 min read


কোনো বয়স নেই আজকাল চুল পাকার । এমন অনেকেই আছেন, যাদের অল্প বয়সেই চুল পাকতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকতে পারে।কম বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তিতে ভোগেন। চুল পাকা রোধে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।গাজরের রসের সঙ্গে কিছুটা পানি আর মধু মিশিয়ে নিয়মিত খান। এটা চুল পাকা রোধ করতে সাহায্য করবে।পেঁয়াজ বাটা অকালে চুল পাকা রোধ করতে দারুন কার্যকরী। নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন।৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে অল্পদিনের মধ্যে পাকা চুলের সমস্যা অনেকটা কমে যাবে।আমলকির গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর ভাল ভাবে চুল ধুয়ে ফেলুন। এটিও চুল পাকা রোধ করতে সাহায্য করবে।এছাড়া প্রতিদিন নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। দুই সপ্তাহ টানা এটা করলে চুল পাকা সমস্যা কিছুটা কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *