October 26, 2024

রায়গঞ্জে রাজবংশী অভিধানের কর্মশালা-

1 min read

ছবি – সুকুমার বারই
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি আলোচনাকক্ষে রাজবংশী ভাষা একাডেমি আয়োজিত ও উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়  রাজবংশী অভিধান তৈরীর জন্য রাজবংশী  অভিধানের তৃতীয় পর্বের কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁইমালী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ছবি – সুকুমার বারই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কর্মশালায় উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা থেকে এসেছিলেন ৯জন বিশেষজ্ঞ।এই রাজবংশী অভিধানের কর্মশালায় ৮০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক আলোচনায় রাজবংশী সমাজের  বিভিন্ন বিষয়ের মধ্য থেকে রাজবংশী ভাষার নানা ধরনের অজানা শব্দের সংগ্রহ করা হয় যা রাজবংশী ভাষাকে সমৃদ্ধ করার লক্ষে।রাজবংশী অভিধান কর্মশালার কো-অর্ডিনেটর তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার রায় বলেন আমাদের ভারতবর্ষ নানা ভাষাভাষী ও নানা জাতীর মানুষের বাস।প্রতিটি জাতীর নিজস্ব ভাষার মধ্যে এমন অনেক শব্দ আছে যা আমাদের রাজবংশী সমাজের  কাছেও অজানা সেই সব শব্দগুলোকে আমাদের বের করে তার সংরক্ষণ করতে হবে।রাজবংশী ভাষাকে ভবিষ্যৎ প্রজন্মদের কাছে স্বচ্ছ ও সমৃদ্ধ করবার ক্ষেত্রে রাজবংশী অভিধানের কর্মশালা সেই অর্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *