রায়গঞ্জে গেরুয়া শিবিরে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে দুই নেতা
1 min readরায়গঞ্জে গেরুয়া শিবিরে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে দুই নেতা
রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম অধিকারী, বিজেপির টিচার্স সেলের জেলা আহ্বায়ক কৌশিক বাগচী বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন। অসীমবাবু তৃণমূলের টিকিটে পুরভোটে জয়ী হয়েছিলেন। বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন।
এদিন তিনি ফের তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন। তাঁদের হাতে রবিবার তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যরা। তৃণমূলের জেলা সভাপতির দাবি, রায়গঞ্জে পুরসভা নির্বাচনের আগে ওই নেতারা তৃণমূলে যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হল। যদিও এই দলবদলকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, যাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁরা কোনও নেতাই নন।