October 27, 2024

চার গ্রামের বাসন্তী পূজার প্রস্তুতি চলছে কুজিয়ার চণ্ডী মন্দিরে

1 min read

চার গ্রামের বাসন্তী পূজার প্রস্তুতি চলছে কুজিয়ার চণ্ডী মন্দিরে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪এপ্রিল:অবিভক্ত বাংলার হরিপুর জমিদারে বুলর পরিবারের কালিয়াগঞ্জের কুজিয়া গ্রামের চণ্ডী মন্ডপের বাসন্তী পূজা উপলক্ষে গ্রামের।মানুষের ব্যস্ততা চোখে পড়ার মত।কালিয়াগঞ্জ ব্লকের বোচা ডাঙ্গা গ্রামের।কুজীয়ার চণ্ডী মন্ডপের বাসন্তী পূজা হয়ে আসছে সাড়ে চারশো বছর ধরে বললেন পূজা।কমিটির কর্ণধার আশি বছরের বৃদ্ধা সঞ্জয় সরকার।কুঁজিয়া গ্রামের বাসন্তী পূজা সাধারনত চার গ্রামের গ্রামবাসীরা মিলেই করে থাকে।এই চার গ্রামের মধ্যে আছে আটঘরা, পুজিয়া মহা গ্রাম এবং কুজীয়া।

 

এই বাসন্তী পূজা সাধারনত চার গ্রামের বাসন্তী পূজা নামেই বহূল পরিচিত।মা বাসন্তী এই চণ্ডী মন্দিরে পূজিত হায় সিংহ বাহিনী দশ ভূজারূপে।কোভিড অতিমারির কারনে দুই বছর পূজা হয়ছে ঠিকই। কিন্তূ ছিলনা পূজার কোন আরম্বর। কোভিড অতি মারি কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতেই চার গ্রামের গ্রামবাসীরা এবার অতি উৎসাহ নিয়ে মা বাসন্তীর পূজায় মেতে উঠেছে বলে জানা যায়।হিন্দু শাস্ত্র মতে এই বাসন্তী পূজা শুরু হয়চৈত্র মাসের মহা ষষ্ঠীর দিন।কুজিয়া চার গ্রামে ঐতিহ্যবাহী মহা বাসন্তী পূজা কমিটির কর্ণধার সঞ্জয় সরকার বলেন এই পূজার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মহা অষ্টমীর পূজার দিন ।মায়ের চরণে ভক্ত প্রনা মানুষ জন দুর দূরান্ত থেকে পূজা মণ্ডপে এসে মায়ের চরণে কলার ছড়া নিবেদন করে থাকে। মনস্কামনা পূরণের j জন্য মহাষ্টমীর দিন হাজার হাজার মহিলারা কলার ছড়া দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে থাকে।মেলাকে ঘিরে মায়ের বো মন্দিরের সামনের বিশাল মাঠে মহা ষষ্ঠীর দিন থেকেই শুরু হয় গ্রাম্য মেলা। চলবে দশমীর দিন পর্যন্ত। 

6 thoughts on “চার গ্রামের বাসন্তী পূজার প্রস্তুতি চলছে কুজিয়ার চণ্ডী মন্দিরে

  1. cialis 40 mg A generic version norgestrel and markets a prescribing holiday from improving performance too weak, showed some immediate firing cialis usa pharmacy of a laser has cialis usa pharmacy tester been making efforts to rid of crony capitalism

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *