January 9, 2025

তৃণমূল কাউন্সিলরদের সংবর্ধনা দিল বিজেপি, সৌজন্যের বিরল ছবি কালিয়াগঞ্জে

1 min read

তৃণমূল কাউন্সিলরদের সংবর্ধনা দিল বিজেপি, সৌজন্যের বিরল ছবি কালিয়াগঞ্জে

যতই রাজনৈতিক বিরোধিতা চলুক, সৌজন্যতায় কোনও খামতি রাখতে রাজি নয় কালিয়াগঞ্জের বিজেপি কাউন্সিলররা। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার বিজেপির ৬ কাউন্সিলর কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রাম নিবাস সাহা এবং ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজকের বাড়িতে গিয়ে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন। চলল একে অপরকে মিস্টি মুখ করানোর পালা।সদ্য সমাপ্ত কালিয়াগঞ্জ পুরভোটে ১৭টি আসনের মধ্যে ১০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। ৬ টিতে বিজেপি এবং ১টিতে নির্দল প্রার্থী বিজয়ী হয়েছেন।

তবে, সৌজন্যতার রাজনীতিতে কালিয়াগঞ্জ এখনও পুরোনো ধারা বহন করছে। সেই নিদর্শনই রাখলেন কালিয়াগঞ্জ পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর কার্তিক চন্দ্র পাল, গৌরাঙ্গ দাস, বর্ণালী দাস, গৌতম বিশ্বাস, পিয়ালী সাহা দাস এবং বিভাস সাহা।নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কালিয়াগঞ্জ পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস।

বিরোধী শিবিরে রয়েছে বিজেপি। উভয় দলই বলছে শহর উন্নয়নের ক্ষেত্রে কোনও আপস নয়। এদিকে, পুরপিতা রাম নিবাস সাহা বলেন, এটাই কালিয়াগঞ্জের ঐতিহ্য। আমরা প্রত্যেকেই সেই ধারা বহন করে চলব। অন্যদিকে, বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন, রাজনীতির পাশাপাশি ব্যাক্তিগত সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হলেও, নগর উন্নয়ন ও একে অপরের প্রতি সন্মান প্রদর্শনের ক্ষেত্রে আমরাও একই পথের পথিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..