January 10, 2025

কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্বর্ধনা সভায় পৌরসভার পৌর পতি ও উপ পৌর পতি উন্নয়নের আশ্বাস দিলেন

1 min read

কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্বর্ধনা সভায় পৌরসভার পৌর পতি ও উপ পৌর পতি উন্নয়নের আশ্বাস দিলেন

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর  আমার পুরনো দিন মনে পড়ে গেল ।আমার পরিবারে মনে হচ্ছে ঘুরে চলে এসেছি।কিন্তু আমি রাজনীতিতে।কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতি যে গুলো সমস্যার কথা আমাকে আজ জানালো সেই সমস্ত সমস্যা আমরা আজ নোট বন্দী করলাম ।চেষ্টা করব সব কাজ ই আস্তে আস্তে সমাধান করার।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্বর্ধনা সভার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একটা বললেন কালিয়াগঞ্জ এর নতুন পৌর পতি রাম নিবাস সাহা।তিনি আরো বলেন ইতিমধ্যে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কিছু কিছু কাজ শুরু করেছি।তিনি বলেন সামনে বর্ষা কাল আছে তাই এই সময় সবচেয়ে গুরুত্ব পূর্ন সমস্যা যেটা রয়েছে ড্রেনের ।

যে কাজ টা সম্পূর্ন করাটাই এখন আমার প্রাথমিক লক্ষ্য।তিনি বলেন বিবেকানন্দ মোর থেকে সুকান্ত মোর অবধি রাস্তা চওড়া যেটা হয়েই গেছে।তিনি বলেন এই রাস্তার মাঝখান থেকে ডিভাইডার করার যেটা কথা ছিল সেটা হয় নি।কেন হলো না আমি জানি না ।সেটা জানার চেষ্টাও আমি করব।আর যদি ডিভাইডার করার মত কোন সুযোগ থাকে সেটাও আমি চেষ্টা করব।এদিন কালিয়াগঞ্জ এর উপ পৌর পতি ঈশ্বর চন্দ্র রজক পৌর পতির সঙ্গে সহমত পোষন করে বলেন কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতি সমাজের উন্নয়নের জন্য যে ভাবে প্রস্তাব দিবেন কালিয়াগঞ্জ বাসীর সুবিধার্থে আমরা সেগুলো সমস্ত পূরন করার চেষ্টা করব ।কিন্তু সব কাজ একবারে হয়ত হবে না কিন্তু আমরা আশ্বাস দিছি সব কাজ ই আসতে আসতে পূরণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *