October 27, 2024

কালিয়াগঞ্জ শহরে মশার উপদ্রবে মানুষ নাজেহাল,ক্ষুব্ধ নাগরিকগণ

1 min read

কালিয়াগঞ্জ শহরে মশার উপদ্রবে মানুষ নাজেহাল,ক্ষুব্ধ নাগরিকগণ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১এপ্রিল: উত্তর দিনাজপুর জেলাnর কালিয়াগঞ্জ শহর যেন মশার আতুর ঘরে পরিণত হয়ছে।ফলে মশার উপদ্রবে কালিয়াগঞ্জ শহরের মানুষ ঘরে বাইরে কোথাও একটু শান্তিমত বসতে না পারায় প্রচন্ড ক্ষুব্ধ।সাধারন মানুষের অভিযোগ,বেশ কিছুদিন ধরে মশার উপদ্রব দেখা দিলেও পৌরসভার নেই কোনো হেলদোল।মশার উপদ্রব বাড়লে পৌর সভা যে কাজ গুলি করে থাকে সেই কাজগুলোর একটি কাজও কালিয়াগঞ্জ পৌর সভা হাত দেয়নি।

প্রতিবছর এই সময়ই মশার উপদ্রব বৃদ্ধি হলেই পৌর সভা জনগনের প্রতি পরিষেবা সঠিক সময় দিয়ে থাকতো।শহরের সর্বত্র মশার উপদ্রবে যখন নাগরিকদের ঘুম উড়ে গেছে তখন আজ পর্যন্ত পৌর সভার মশা মারার কামান দাগা বা ব্লিচিং পাউডার দেবার মত ব্যবস্থা করতে পারেনি বলে শহরের নাগরিকরা ক্ষুব্ধ।যেভাবে প্রতিদিন মশার উপদ্রব বেড়েই চলেছে তাতে করে পৌরসভা যদি এ ভাবে উদাসীন থাকে তাহলে আগামী দিনে এর ফল খারাপ হতে বাধ্য বলে মনে করেন।নাম প্রকাশে অনিচ্ছুক ১৫ নম্বর ওয়ার্ডের জনৈক নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন যে পৌর সভায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা অন্য বছর মশা নিধন কর্মে নেমে পড়লেও এবছর এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনরকম হেলদোল দেখা যায়নি। মানুষের অভিযোগ,শহরের এমন অনেক নর্দমা আছে যেখানে নোংরা জল জমে থাকায় সেখানেই মশার বংশ বৃদ্ধি ঘটছে। এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভা সদ্য নির্বাচিত পৌরপিতা রাম নিবাস সাহা বলেন আপনি ঠিকই শুনেছেন কালিয়াগঞ্জে ব্যাপক মশার উপদ্রব ঘটেছে।শহরের শহরের ১ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডে কাজ শুরু করে দিয়েছি।সর্বত্র ব্লিচিং পাউডার ও মশা মারার কামান ব্যবহার করা হবে খুব শীগ্রই বলে তিনি জানান।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন যেখানে যেখানে জল জমার ব্যাপার ছিল সেগুলো সব ঠিক করা হয়েছে। সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সার্ভের কাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *