October 28, 2024

অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে মিলন উৎসব

1 min read

অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে মিলন উৎসব

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯ নভেম্বর:রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে শুভ বিজয়া,দীপাবলি ও ছট পূজা উপলক্ষে একটি মিলন উৎসবের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের ব্রাম্মচারী প্রদীপ মহাররাজ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস,রায়গঞ্জ জেলা হাসপাতালের প্রাক্তন সুপার ডাঃ ধীরেন্দ্র নাথ মজুমদার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ৬৪প্রহর নামযজ্ঞ সমিতির সদ্য নির্বাচিত সম্পাদক প্রকাশ কুন্ডু,নামযজ্ঞ সমিতির কার্যকরী সভাপতি পরিতোষ কমল নন্দী,

বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনীল বিশ্বাস।অনুষ্ঠানে বিজয়া,দীপাবলি ও ছট পূজা নিয়ে অসাধারন আলোচনা করেন কালিয়াগঞ্জ মহাবিদ্যালযের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস এবং অনুষ্ঠানের সভাপতি তথা রায়গঞ্জ জেলা হাসপাতালের প্রাক্তন সুপার ডাঃ ধীরেন্দ্র নাথ মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের রাজ্য সম্পাদক তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী অরিন্দম প্রামানিক।তিনি বলেন অখিল ভুবন বিদার্থী প্রতিষ্ঠানের মাধ্যমেশিক্ষা,সংস্কৃতি ও সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে আমরা অঙ্গীকার বদ্ধ।

 

আজ সেই উদ্দেশ্য নিয়েই কালিয়াগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক দেবাশীষ দেশমুখ এবং অক্ষয় মাহাতো ও কালিয়াগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক তপন চক্রবর্তীর বিশেষ উদ্দ্যোগে আজকের অনুষ্ঠান তাদের সংগঠনের মূল উদ্দেশ্যেকে বাস্তবে রূপ দিতে পেরেছে।তাই তিনি তাদেরকে অভিনন্দন জানান অনুষ্ঠানে বিভিন্ন দিক দিয়ে তিন গুণীজনদের সম্বর্ধনা জানানো হয়।সম্বর্ধিত গুনিজনরা হলেন কালিয়াগঞ্জের এক সময়কার জননেত্র সাপ্তাহিক পত্রিকার বলিষ্ঠ সাংবাদিক তথা রায়গঞ্জ কোর্টের বর্তমান আইনজীবী অশোক বন্ধু লাহিড়ী,বিশিষ্ট সমাজসেবী তথা উত্তরবঙ্গের লোকায়ন পত্রিকার সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি এবং রায়গঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনীল বিশ্বাসকে সম্বর্ধনা দেওয়া হয়।

সম্বর্ধনা পেয়ে সবাই খুশি হয়ে বলেন আমরা সম্বর্ধিত হয়ে প্রচন্ড খুশি।অনুষ্ঠানে ২৫ জন দুস্থ্য ব্যক্তিদের মধ্যে শীত বস্ত্র দেইয়া হলে শীতবস্ত্র প্রাপকগন প্রত্যেকেই বলেন এই শীত বস্ত্র পেয়ে আমরা শীত থেকে অনেকটাই রেহাই পাবে বলে তারা মনে করেনমিলন উৎসবে সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ সাংবাদিক তথা আকাশ বাণীর অনুমোদিত গীতিকার তথা বেতার শিল্পী তপন চক্রবর্তী,

রায়গঞ্জ থেকে আগত সঙ্গীত শিল্পী সুনীল বিশ্বাস,অনিকেত চক্রবর্তী, শুভজিৎ সাহা এবং উত্তরবঙ্গের বিশিষ্ট বাউল শিল্পী মন্টু পোদ্দার। নৃত্য পরিবেশন করে রায়গঞ্জ থেকে আগত নৃত্য শিল্পী সোমা দাস,আয়ুশি চক্রবর্তী,মৃত্তিকা মিত্র।, শিশু আবৃত্তি শিল্পী রাই মোদক, বনিতা সাহা

এই ছোট্ট বয়সে যে সুন্দর আবৃত্তি পরিবেশন করেছে তা শুনে সবাই মুগ্ধই নয় হতবাক হয়ে যায়।কালিয়াগঞ্জের গর্ব নৃত্য শিল্পী এক পা শারীরিক অসুস্থতা থাকা স্বত্বেও অসাধারন নৃত্য পরিবেশন করে অদ্রিজা দাস।অদ্রিজা দাস ইতিমধ্যেই সিঙ্গাপুরে আন্তর্জাতিক নৃত্য সম্মেলন থেকে পুরস্কৃত হবার ফলে শুধু কালিয়াগঞ্জ নয় রাজ্য তথা দেশের সুনাম বৃদ্ধি করেছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মিলন উৎসব উপলক্ষে মিষ্টি মুখ করবার ব্যবস্থা ছিল।সমাপ্তি ভাষণে সংগঠনের কালিয়াগঞ্জ শাখার সভাপতি তপন চক্রবর্তী কালিয়াগঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষ এই অনুষ্ঠান করবার জন্য সহ যোগীতা করেছেন তাদের অভিনন্দন জানান।বিশেষ ভাবে অভিনন্দন জানান কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটিকে।তারা যে ভাবে অনুষ্ঠানকে সফল করবার জন্য সবরকম ভাবে সহ যোগীতা করেছেন তা এক কথায় মনে রাখার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *