October 25, 2024

রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জে প্রয়াত প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির একটি পূর্ণ ব্রোঞ্জের মূর্তি স্থাপন হতে চলেছে

1 min read

তন্ময় চক্রবর্তী ঃ- আগামী ফেব্রুয়ারির কুড়ি তারিখের মধ্যে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শিলিগুড়ি মরে  জনপ্রিয় নেতা তথা রায়গঞ্জে প্রয়াত  প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির একটি পূর্ণ ব্রোঞ্জের মূর্তি
স্থাপন হতে চলেছে
 আজ রায়গঞ্জ
পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরদের সাথে নিয়ে একথা জানালেন রায়গঞ্জের পৌরসভার
পৌরপতি সন্দীপ বিশ্বাস


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

       রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস        ছবি শংকর গুপ্তা
 তিনি বলেন বঙ্গীয় পৌর আইন মেনে
মাত্র
২৪  ঘন্টার নোটিশ জারি করে প্রিয়রঞ্জন
দাশমুন্সির ব্রোঞ্জের মূর্তি শহরে বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো জনপ্রিয় নেতা কে সম্মান
জানানোর জন্য
 সন্দীপবাবু বলেন প্রিয়রঞ্জন
দাশমুন্সির যে ব্রোঞ্জের মূর্তি শিলিগুড়ি মোড়ে বসানো হবে সেখানে রায়গঞ্জ পৌরসভা
থেকে থাকবে  বৈদুতিক
করনের  এর মাধ্যমে সুন্দর সৌন্দর্যায়ন এর  বিশেষ ব্যবস্থা ও তিনি বলেন এই মূর্তি বসানো কে
কেন্দ্র করে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 সেখানে কমিটির চেয়ারম্যান হয়েছেন
রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি এবং কনভেনার হিসেবে
থাকছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস
 এদিন পৌরসভা প্রাঙ্গণে জনপ্রিয়
নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়
এরপর একে একে রায়গঞ্জ পৌরসভায় বিভিন্ন কমিশনারগণ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

সন্দীপবাবু আরো জানান গত বছর আজকের দিনে প্রয়াত
হয়েছেন জনপ্রিয় এই নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি
তাই জনপ্রিয় এই নেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ
বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করেছে রায়গঞ্জ পৌরসভা
পাশাপাশি গত বছর আজকের দিনে যেখানে তার অন্ত্যোষ্টিক্রিয়া
সম্পন্ন হয়েছে সেই রায়গঞ্জের
বন্দর   শ্মশানঘাটে
সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়
  তিনি বলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি শুধু কোন
একটি দলের নেতা নয়
বা  কোন একজন ব্যাক্তির ই  শুধু প্রিয় মানুষ ছিল না  তিনি সকলের নেতা সকলের প্রিয়
মানুষ ছিলেন
তাই
তিনি সকলকে ছেড়ে চলে গেলেও তার বিভিন্ন কার্যকলাপ মানুষের মননে হৃদয়ে গেঁথে রয়েছে
আজও
এদিন রায়গঞ্জ পৌরসভা উপ পৌরপতি অরিন্দম সরকার বাইরে থাকায় তিনিও টেলিফোনের মাধ্যমে সাংবাদিকদের  জানান রায়গঞ্জ পৌরসভা যে সিদ্ধান্ত নিয়েছে প্রিয়রঞ্জন
দাশমুন্সি ব্রোঞ্জের মূর্তি বসানোর সেই সিদ্ধান্তে  তিনি  ও একমত
হয়ে সহমত পোষণ করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *