প্রায় তিন দশক পর ফের দার্জিলিং গোল্ড কাপের আসর বসছে পাহাড়ে
1 min read
প্রায় তিন দশক পর ফের দার্জিলিং গোল্ড কাপের আসর বসছে পাহাড়ে৷ঐতিহ্যশালী এই ফুটবল টুর্নামেন্টটি চালু করার উদ্যোগ নিয়েছেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডিসেম্বরে পাহাড়ে দার্জিলিং গোল্ড কাপ অনুষ্ঠিত হবে৷ তবে এবার আর শুধু দার্জিলিংয়ে নয়, পাহাড়ের বিভিন্ন প্রান্তে ম্যাচ আয়োজন করার উদ্যোগ নিয়েছে জিটিএ৷ চেয়ারম্যান বিনয় তামাং জানিয়েছেন, ‘দার্জিলিং গোল্ড কাপকে ফের স্বমহিমায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ক্রীড়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে৷’ সম্প্রতি আইএফএ কর্তাদের নিয়ে শিলিগুড়ি লাগোয়া শালুগাড়ায় মাঠও পরিদর্শন করেছেন তিনি৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});