রায়গঞ্জে চারদিনের ভলিবল খেলোয়াড়দের আবাসিক কোচিং ক্যাম্পের উদ্বোধন
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী – কালিয়াগঞ্জ-বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর ভলিবল বাস্কেট বল এসোসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জে চার দিনের ভলিবলের আবাসিক কোচিং ক্যাম্পের উদ্বোধন হয়
।আবাসিক কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার উপ-পৌরপিতা অরিন্দম সরকার।উপ-পৌরপিতা তার বক্তব্যে বলেন খেলাধুলার উন্নয়নের স্বার্থে রায়গঞ্জ পৌর সভা সব সময় সহ যোগীতা করবে বলে আশ্বাস দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল গোস্বামী,ডাঃ রামকৃষ্ণ দাস,রায়গঞ্জ পৌর সভার কমিশনার হিমাদ্রী সরকার ও অরুন চন্দ,সংস্থার প্রাক্তন সম্পাদক অরূপ ঘোষ সহ বহু প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা ও প্রয়াত শ্যামল ঘোষের পরিবারের সদস্যরা।উত্তর দিনাজপুর ভলিবল বাস্কেট বল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুভাষ মহলানবীশ বলেন তাদের এই ভলিবল আবাসিক ক্যাম্পে পুরুষ ও মহিলা সহ মোট ৪০জন ভলিবল খেলোয়াড় চারদিন ধরে কোচ নেবে বলে জানান।সম্পাদক সুভাষ মহলানবীশ জানান চারদিনের এই ভলিবল কোচিং ক্যাম্পে কোচ হিসেবে থাকছেন মুকুল রায় এবং সঞ্জয় সরকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পাদক সুভাসবাবু জানান তাদের উত্তর দিনাজপুর জেলা ভলিবল বাস্কেটবল এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট খেলোয়াড় শ্যামল কুমার ঘোষ গত ১৯শে নভেম্বর সন্ধ্যায় প্রয়াত হন।তার মৃত্যুতে উত্তর দিনাজপুর জেলা এক বিশিষ্ট খেলোয়াড়কে তারা হারালেন।তার আত্মার শান্তির উদ্দেশ্যে তারা এক মিনিট নীরবতা পালন করেন বলে জানান।