October 25, 2024

ফাইলেরিয়ার মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তরের নাইট ব্লাড সার্ভে অভিযান

1 min read



তন্ময়  চক্রবত্তী ঃঅভিযানের নাম নাইট ব্লাড সার্ভে আর অভিযান হছে রাতে।  হ্যাঁ এই পদ্ধতিতে এবার জীবাণু খুঁজতে গভীর রাতে অভিযান চালাছে  উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্যদপ্তর কারণ একটাই এই সময় দেহের উপরের অংশের রক্তে চলে আসে জীবাণু আর  এই জীবাণু  খুঁজতে তাই রাতেই শিবির কেই বেছে নিয়েছে  জেলা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের খবর,  ফাইলেরিয়ার  জীবাণুদের সন্ধান রাতেই পাওয়া সম্ভব তাই রাত 8 টা থেকে 12 টা ওবধি  এই অভিযান চলছে জেলার বিভিন্ন জায়গায়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে 2015 সালে একবার জেলাজুড়ে সমীক্ষা করা  হয়েছিল তখন  প্রায় তিন হাজার জনের রক্তে এই জীবাণু রয়েছে বলে সন্দেহ করা হয়েছিল তবে সে বছর কোন রক্ত পরীক্ষা করা হয়নি


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তাই বছর রক্ত পরীক্ষা করে জেলা স্বাস্থ্য দপ্তর নিশ্চিত হতে চাইছে কি হারে ফাইলেরিয়া রোগ জেলার বাসিন্দারা আক্রান্ত হচ্ছে জানা যায় এই রোগ ছড়ায় কিউলেক্স মশার মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার মৃধা জানান এই রোগ নির্ণয় রক্ত পরীক্ষার জন্য রাত  টা থেকে ১২  টা পর্যন্ত এই অভিযান জেলার বিভিন্ন জায়গায়  স্বাস্থ্য দফতরের কর্মীরা চালাছে ।  জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে জেলার রায়গঞ্জের নেতাজি শান্তি ক্লাবে,  হেমতাবাদ এর নওদা গ্রাম পঞ্চায়েতের অফিসে,  গোয়াল পুকুর  নম্বর ব্লকের লোধন এলাকায় একটি ওষুধের দোকানে এই শিবির করা হচ্ছে প্রতিটি শিবির থেকে রক্তের নমুনা সংগ্রহের লক্ষ্য নেয়া হয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “ফাইলেরিয়ার মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তরের নাইট ব্লাড সার্ভে অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *