October 29, 2024

৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে চলবে না ‌লোকাল ট্রেন, ঘোষণা মমতার

1 min read

৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে চলবে না ‌লোকাল ট্রেন, ঘোষণা মমতার

সরকার–বেসরকারি বাস, মেট্রো, অটো, রিকশা সবই চলছে। চলছে না শুধু লোকাল ট্রেন। সাধারণ মানুষের আশা ছিল, আগস্টের মাঝামাঝি সময় থেকে হয়তো চলবে লোকাল ট্রেন। কিন্তু নাহ্‌। ৩১ আগস্ট পর্যন্ত লোকাল ট্রেন চলবে না। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কী কী বললেন মুখ্যমন্ত্রী‌‌‌—


• অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হয়েছে। আরও কয়েক টা দিন কষ্ট করতে হবে। কারণ এটা মানুষের জীবনের বিষয়। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। আগস্টের ৩১ তারিখ পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে।

• সাধারণ মানুষের দাবি মেনে রাত ১১ থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ থাকবে না। এতে মানুষের কোনও অসুবিধা হবে না। আগে রাত ৯টা থেকে চালু হত বিধিনিষেধ।
• নাইট কারফিউ এখন আরও জোরদার। সে সময় রাস্তায় গাড়ি চলায় নিষেধাজ্ঞা। তবে জরুরি পরিষেবার যানে ছাড়।

 

• তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে, তাই আরও কিছু দিন মানুষকে কষ্ট করতে হবে। সংক্রমণের হার কমেছে বাংলায়।

 

• গ্রামাঞ্চলে টিকাকরণ বেড়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। শহরে টিকাকরণের হার খুব ভালো।
• টিকা পাচ্ছি না, তাও সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি।
• সুইমিং পুল, অডিটোরিয়াম, খেলার জায়গা— ইত্যাদিতে আগে ৫০ শতাংশ লোক থাকতে পারতেন। এখন সেই জায়গাগুলোতে পুরোটাই ছাড় দেওয়া হল। অর্থাৎ সব আসনই ভর্তি করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *