October 23, 2024

তিনদিনের রাই নাট্য উৎসব রায়গঞ্জে

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর জেলার সুপ্রাচীন সাংষ্কৃতিক সংস্থা রায়গঞ্জ ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৮ই ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী  রাই নাট্য উৎসব শুরু হচ্ছে।রায়গঞ্জ ইনস্টিটিউটের সম্পাদক সুশান্ত রায় এক সাক্ষাৎকারে জানান তাদের সংস্থার উদ্যোগে রায়গঞ্জ শহরে নাট্য চর্চার শতবর্ষ অনুষ্ঠান তারা করেছেন এর আগে।রায়গঞ্জ ইনস্টিটিউট আগামী ৮ই ডিসেম্বর থেকে তিনদিনের রাই নাট্য উৎসব শুরু করতে চলেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনদিনের নাট্য উৎসবে থাকছে মোট তিনটি নাটক। ৮ই ডিসেম্বরের উদ্বোধনী সন্ধ্যয় মঞ্চস্থ হবে প্রখ্যাত নাট্যকার চন্দন সেনের কাহিনী অবলম্বনে ও নাট্যজনের জয়ন্ত চ্যাটার্জির নির্দেশনায় রায়গঞ্জের রাই নার নাটক বাজি ।নাট্য উৎসবের দ্বিতীয় দিন ৯ই ডিসেম্বর দক্ষিণবঙ্গের  গোবর ডাঙ্গার মৃদঙ্গ নাট্য সংস্থা কর্তৃক মঞ্চস্থ হবে নাট্যকার হরিমাধব মুখোপাধ্যয়ের  নিকট গঙ্গা।নাটকটির সম্পাদনায় বরুন কর।নাট্য উৎসবের সমাপ্তি দিনে দিনাজপুর কৃষ্টি প্রযোজিত খেয়ালী ঘোষ দস্তিদার অভিনীত নাটক প্রতিবিম্ব। মহেশএলকুঞ্চওয়ারের লিখা নাটকটি অনুবাদ করেছেন জয়তী বসু ও নির্দেশনায় অবন্তী চক্রবর্তী।রায়গঞ্জের রাই নাট্য উৎসবকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *