October 24, 2024

কালিয়াগঞ্জ শহরের অনেক তৃণমূলের নেতা ও নেত্রীরা তলে তলে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন বলে জানালেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পর্যবেক্ষক রূপক রায়

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- কালিয়াগঞ্জ শহরের অনেক তৃণমূলের নেতা নেত্রীরা তলে তলে তার সাথে যোগাযোগ রাখছেন আগামী দিনে বিজেপিতে আসার জন্য এর জন্য আর কিছু দিন শুধুমাত্র অপেক্ষা করতে হবে বলে জানালেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পর্যবেক্ষক রূপক রায় তিনি বলেন তৃণমূলে কাজকর্মে কালিয়াগঞ্জ এর বেশ কিছু নেতা নেত্রীরা বীতশ্রদ্ধ হয়ে পড়েছে তারা এখন তাদের দলে  ঠিকঠাক কাজ করতে পারছেন না সেই নিরিখে দাঁড়িয়ে তারা তার সাথে যোগাযোগ রাখছেন প্রতিনিয়তরূপক বাবু বলেন সাধারণ মানুষের
হয়ে সব সময় তিনি কাজ করেন।  তিনি বসে থাকার
মানুষ নয় । সব সময় তিনি ব্যস্ত থাকেন এ গ্রাম থেকে ও গ্রামের  মানুষের মাঝে  গিয়ে মানুষের সুখ-দুঃখ অভাব অনটনের কথা জানতে।

 সেই নিরিখে দাড়িয়ে  তিনি বলেন কালিয়াগঞ্জ বরাবরই একটি পিছিয়ে  পড়া ব্লক।  এখানে উন্নয়ন বলতে তেমন কিছুই হয়নি।  শুধুমাত্র গুটি কয়েক নেতাদের উন্নয়ন ছাড়া।  তাই মানুষ এবার পঞ্চায়েতে জবাব দিয়েছে কালিয়াগঞ্জ
ব্লকে।  রূপক বাবু  বলেন এ রকম জবাব আগামী দিনে লোকসভাতেও দিবে।  কালিয়াগঞ্জ থেকে প্রচুর পরিমাণে বিজেপি লিড পাবে
 বলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের নেতৃত্তের
কাছে  তিনি আরও বলেন
সামনে পৌরসভা নির্বাচনে এবার কালিয়াগঞ্জ এ বিজেপি নতুন মাত্রায় আত্মপ্রকাশ করতে চলছে।
এখানে অপরিকল্পিত উন্নয়নে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে শহরের  মানুষ ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 যেটা প্রয়োজনীয় সে  দিকে না তাকিয়ে পৌর কর্তৃপক্ষ ধীরগতিতে কাজ করছে
রাস্তায়, ড্রেন ও শ্রীমতি নদীতে সুইমিং পুলের।  যেটা মানুষের চাহিদার মধ্যে ছিল না । রূপক বাবু বলেন  মানুষের যেটা সবচেয়ে বেশি চাহিদা ছিল সেটা হলো
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন।  কিন্তু এখানে
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কোনো নজরই নেই শাসক দলের ।  তাই  আগামী
দিনে মানুষই এর বিচার করবে । তিনি বলেন  মানুষ
বুঝতে পেরে গেছে যে উন্নয়নে ভাওতা দিয়ে কালিয়াগঞ্জ এ কাজ করে চলছে তৃণমূল কংগ্রেস
। এটা বেশিদিন চলতে পারে না ।রূপক বাবু  বলেন
কালিয়াগঞ্জে একদিকে যেমন শাসকদলের  অপরিকল্পিত
কিছু কাজ মানুষ কে নাজেহাল করে  ছাড়ছে  তেমনি কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথনাথ রায়ের ও তার
কংগ্রেস দলের পার্টি অফিসে বসেই ফাঁকা আওয়াজ মানুষ আর পছন্দ করছে না ।  তিনি বলেন  বিধায়ক প্রতিনিয়ত  তার বিধায়ক কোটার টাকায় কালিয়াগঞ্জ ব্লকে ব্যাপক
উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে বলে  যে দাবী করছেন
 সেতা  সম্পূর্ণ মিথ্যা বলছেন  তিনি । রুপক বাবু বলেন মানুষের  জন্য বিধায়ক হননি প্রমথ বাবু।  তিনি হয়েছেন শুধুমাত্র নিজের জন্য । মানুষের জন্য
যদি হতেন তাহলে তিনি আগে কালিয়াগঞ্জ এর স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর রাখতেন।  রূপক বাবু আরো বলেন কালিয়াগঞ্জ বিধানসভার মানুষরা
তাদের বিধায়ককে গত পাঁচ বছরে ঠিকঠাকভাবে দেখতেই পাননি গ্রামে ।তার  আসা তো দূরের কথা।  রূপক বাবু বলেন আগামী দিনে কঠিন লড়াইয়ের জন্য তিনি
প্রস্তত।  আর তার এই  লড়াই এ  সবচেয়ে বড় যেটি হাতিয়ার সেটা হলো তার হনুমান বাহিনী
। রূপক বাবু বলেন এই হনুমান বাহিনী কোন সন্ত্রাস করে নয়,  এই হনুমান বাহিনী প্রস্তুত থাকছে শুধুমাত্র সন্ত্রাসের
বিরুদ্ধে হনুমান চালিশা পাঠ করার জন্য।রূপক বাবু বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প গুলি ভারতের প্রত্যন্ত কণায় কণায়
নিয়েছে তার সুফল সাধারণ মানুষরা আজ গ্রামে গ্রামে পাচ্ছে । তাই মানুষ জানে প্রকৃত
উন্নয়নের কান্ডারী কে ?  তাই আগামী দিনে এর
বিচার মানুষ ই করবে । অপর এক প্রশ্নের উত্তরে রূপক বাবু বলেন , বহু প্রতীক্ষিত কালিয়াগঞ্জ
থেকে বুনিয়াদপুর রেললাইন প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য জেলা নেতৃত্ব
রেল দপ্তরের এর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন ।  ফলে সে কাজ ও যে আগামী দিনে হবে সেটাও তিনি পরিষ্কার
করে জানালেন ।  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *