October 24, 2024

দল চাইলে রায়গঞ্জ লোকসভা আসন এ বিজেপির প্রার্থী হতে প্রস্তুত বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ– আগামী 19 এ জানুয়ারি  কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশে প্রাকমুহুর্তে যখন জেলায় জেলায় তৃণমূল এর বিভিন্ন সমাবেশে তৃণমূলের নেতারা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কে ফিনিশ করার ডাক দিচ্ছেন। তখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হচ্ছেন সেই প্রশ্নের উত্তর জানতে সকলেরই কৌতুহল হয়। স্বাভাবিকভাবে বিজেপি  বিভিন্ন সূত্র এবং বিভিন্ন জায়গা থেকে যখন একটি বহুচর্চিত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এর নাম উঠে আসে তখন সাংবাদিকরা সেই দিলীপ ঘোষকে আজ কাছে পেয়ে এই প্রশ্নের উত্তর তার কাছ থেকে নিবে না তা কেমন করে হ য়। তাই আজ রায়গঞ্জের চন্ডী তলায় বিজেপি  দলীয় সমাবেশের পর এক সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের ছোড়া  প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, দল যেটা চাইবে তিনি সেটা করতেই রাজি আছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  দল চেয়েছিলেন বিধানসভায় তাকে লড়াই করতে হবে।  আর তিনি দলের কথায় রাজি হয়ে বিধানসভায় লড়াই করে জিতিয়ে দেখিয়ে দিয়েছেন।  দল চেয়েছেন রাজ্য বিজেপি সভাপতি হয়ে তাকে রাজ্যে বিজেপির সংগঠন মজবুত করতে।  তিনি সেই কাজ করে যাচ্ছেন । আর দল যদি চায় এবার তিনি রায়গঞ্জ লোকসভা আসন এ বিজেপির প্রার্থী করতে এবার তিনি সেটা হতেও রাজি থাকতে বাধ্য হবেন ।  তবে শেষে দিলীপ বাবু বলেন দলের তার মত অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন প্রার্থী হওয়ার ক্ষেত্রে।  তবে এখনো দলের  কে প্রার্থী হবে তা চূড়ান্ত করেনি ।  যারা নির্বাচনের আগেই হেরে যায় তারা আগেভাগে প্রার্থী ঠিক করে।  দিলীপ বাবু এদিন কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন কংগ্রেসে কেউ এখন আছে নাকি ?  লড়াই করার যারা ছিল তারা তো বিজেপি তে চলে এসেছে আর কিছু নির্বাচিত প্রতিনিধিরা তৃণমূলে চলে গেছেন।  তিনি বলেন কংগ্রেস  যে লড়বে বলছে কিন্তু কংগ্রেসের হয়ে লড়বে টা কে ?  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *