January 10, 2025

পতিরামে উত্তরবঙ্গ কাপ ফুটবলে রায়গঞ্জ টাউন ক্লাব ৪-১গোলে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশাকে হারিয়ে জয়ী–

1 min read

পতিরামে উত্তরবঙ্গ কাপ ফুটবলে রায়গঞ্জ টাউন ক্লাব ৪-১গোলে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশাকে হারিয়ে জয়ী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩মার্চ:দক্ষিণ দিনাজপুরের পতিরামে ইন্ডিয়ান ফুটবল এসো সিয়েশন ও দক্ষিণ দিনসজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন ও পি এইচ এস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উত্তরবঙ্গ কাপ ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার রায়গঞ্জ টাউন ক্লাব ৪-১গোলে

রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশাকে পরাজিত করে।চারটি গোল করে যথাক্রমে শুভঙ্কর বর্মন,মহেশ টুডু,তুফান বর্মন ও সৌগত রায়।ফ্রেন্ডস অফ দিশার পক্ষে একমাত্র গোলটি করে মিলন মুর্মু।খেলাটি চলবে আগামী ৯ই মার্চ পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *