January 10, 2025

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির বৃন্দাবন ধামে শুরু হল আট দিন ব্যাপী মহামিলন উৎসব

1 min read

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির বৃন্দাবন ধামে শুরু হল আট দিন ব্যাপী মহামিলন উৎসব

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১মার্চ:উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির ধামে কালিয়াগঞ্জ নামযজ্ঞ সমিতির উদ্দ্যোগে আট দিন ব্যাপী মহামিলন উৎসব শুরু হল তারকব্রহ্ম মহানাম যজ্ঞ্।নাম যজ্ঞ সমিতির সম্পাদক দুলাল কুন্ডু বলেন উত্তরবঙ্গে এত বড় তারকব্রহ্ম মহা মিলন উৎসব আর কোথাও হয়না বলে জানান।

তিনি বলেন এই অনুষ্ঠানে বনগাব ২৪পরগনার পাগলী মা সম্প্রদায়, চাকদহ নদীযার মাধবী সম্প্রদায়, গিরিধারী সম্প্রদায়,বাঘন,মা শিতলা সম্প্রদায় বংশিহারি,মদনগোপাল সম্প্রদায়, পাথরঘাটা,জয়গুরু সম্প্রদায়,হেমতাবাদ,রাধা মাধব সম্প্রদায় রায়গঞ্জ,গৌরী সম্প্রদায় রাজমহল,ভাই ভাই সম্প্রদায় সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে নাম সংকীর্তনেরদলগুলি অংশগ্রহণ করেছে বলে জানালেন।প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রানা মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান।সংস্থার সম্পাদক দুলাল কুন্ডু বলেন আগামী রবিবার মহানামের বিরতির পর নগর পরিক্রমার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *